তিন দিনের ফুটবল প্রতিযোগিতার আসরেও শহীদ সেনা জওয়ানদের স্মরণ

Spread the love

তিন দিনের ফুটবল প্রতিযোগিতার আসরেও শহীদ সেনা জওয়ানদের স্মরণ

সেখ রিয়াজুদ্দিন বীরভূম
সম্প্রতি কাশ্মীরে তুষার ঝড়ের কবলে পড়ে নিখোঁজ হয়ে শহীদ হন দুই সেনা জওয়ান। একজন মুর্শিদাবাদ জেলার পলাশ ঘোষ।অন্যজন বীরভূমের রাজনগর ব্লকের শহীদ সুজয় ঘোষ। শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে রাজনগর ব্লকের কানমোড়া গ্রামে সবুজ সংঘের উদ্যোগে তিন দিনব্যাপী ফুটবল প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ের খেলাটি অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার। বিকেলে। জানা যায় জেলা ও জেলার বাইরের মোট ১৬টি দল খেলায় অংশ নেয়। এদিন চূড়ান্ত পর্বে মুখোমুখি হয় ঝাড়খণ্ডের দুটি দল আসরা নোয়া WF সাঁকাকান্দর ফাইভ স্টার। ২-১ গোলের ব্যবধানে আসরা নোয়া ডাব্লিউ এফ বিজয়ী ঘোষিত হয়। উদ্যোক্তাদের পক্ষ থেকে চ্যাম্পিয়ন টীমকে ট্রফি সহ ৩০ হাজার টাকা এবং রানার্স টিমকে ট্রফি সহ ২৫ হাজার টাকা পুরস্কার হিসেবে দেওয়া হয়। কাশ্মীরে শহীদ সুজয় ঘোষ ও পলাশ ঘোষের প্রতি শ্রদ্ধা জানানোর পর চূড়ান্ত পর্বের খেলাটি অনুষ্ঠিত হয়। এদিন খেলার মাঠে যুবসমাজকে উৎসাহ প্রদানের লক্ষ্যে
উপস্থিত ছিলেন রাজনগর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুকুমার সাধু, ভবানীপুর গ্রাম পঞ্চায়েত প্রধান জিয়ালি কিষ্কু, উপপ্রধান শোভা বিবি, সমাজসেবী মহম্মদ শরীফ, জীবন আচার্য্য, সেখ সেলিম, সুদীপ ব্যানার্জী, গোপীনাথ মন্ডল প্রমুখ বিশিষ্ট ব্যাক্তিবর্গ। পাশাপাশি আয়োজকদের মধ্যে দিলখুশ খান, জহিরুদ্দিন খান, রহিম খান আলমগীর খান, শেখ লালন, শাহাদাত খান সহ অন্যান্য সদস্যদের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। তিন দিনব্যাপী ফুটবল খেলা ঘিরে গ্রামে উৎসবের আমেজ সৃষ্টি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *