তুই ছাড়া আমি পারবো না বাঁচতে

Spread the love

তুই ছাড়া আমি পারব না বাঁচতে,

হাত ভরা চুড়ি,
শিঞ্জন ধ্বনি ।
মুখে রঙ তুলি মাখা ,
চোখে জল বেদনা ভরা ।
সুঃখ-দুঃখ হাসি-কান্না,
তবুও হাসি, বুকে বিরহ ব‍্যাথা।
সদা মন ধায় পিছন পানে ,
কিশোরীর ব‍্যস্ত ব‍্যকুলতা ।
তুই কেন প্রবঞ্চক?কেন এ ক্ষমা?
তুই কেন পারিস না বলতে?
তুই ছাড়া আমি পারব না বাঁচতে ।

সুবল সরদার
মগরাহাট
দক্ষিণ ২৪ পরগনা ।
তাং ১৮ ০৫ ২০২১

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *