তুলসীবেড়িয়ায় বহুমুখী অনুষ্ঠান

Spread the love

তুলসীবেড়িয়ায় বহুমুখী অনুষ্ঠান


প্রণব ভট্টাচার্য , হাওড়া
হাওড়া গ্রামীণ জেলার রাজাপুর থানার তুলসীবেড়িয়া দরগা শরীফ কমিটির আয়োজনে, হযরত পীর জনাব হামীদ আলি খাঁন রঃ আঃ এর স্মরণে একুশ তম বর্ষ ঊরুষ মিলন উৎসবে তুলসীবেড়িয়ায় বহুমুখী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে তের থেকে পনেরো ফেব্রুয়ারি। দিবারাত্রি তিন দিন ধরে চলবে বলে জানান তুলসীবেড়িয়া দরগা শরীফ কমিটির সম্পাদক, চিপ গদ্দিনশিন ও মোয়াল্লিম দরগা শরীফের পীরজাদা রফিকুল ইসলাম খাঁন সাহেব।
ইসলাম ধর্মীয়, সাংস্কৃতিক, সামাজিক, সেবা প্রদান, চিকিৎসা ও চক্ষু পরীক্ষা, স্বাস্থ্য পরীক্ষা, রক্ত দান শিবির, প্রতিভার বিকাশের লক্ষ্যে নানা ধরনের প্রতিযোগিতা ও শিক্ষা মূলক কার্যক্রম,সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অবিচল সদাই সজাগ দৃষ্টি নিয়ে এগিয়ে চলবে।শিক্ষার্থীদের আরো উৎসাহিত করতে নক্ষত্র সমাগম হবে শিক্ষা সামগ্রী বিতরণ ও বস্ত্র সহযোগিতা, বৃক্ষ রোপন,প্রকৃতি ও পরিবেশ পরিস্থিতি, পরিচ্ছন্নতা বজায় রাখার স্বার্থে , ইসলাম ধর্মীয় আধারে, পীরের আস্তানা ও সিলসিলা মোতাবেক পরিচালিত হবে সমগ্র অনুষ্ঠান বলে জানান সভাপতি এম ডি মুক্তার। পতাকা উত্তোলন, কোরআন শরীফ, হাদীস শরীফ ও পীর ফকির দরবেশ ওলী আউলিয়াদের জীবনী থেকে ধর্ম আলোচনা করা,নাত ও গজল, ফকিরি গান,সামা ও কাওয়ালি তৎসহ ক্যুইজ,আঁকা বাঁকা, যোগব্যায়াম প্রদর্শনী ও প্রতিযোগিতা, পরিবেশ দূষণ সম্পর্কে সচেতনতা শিবির ও এলাকায় নির্মল অভিযান, জাতীয় ঐক্য, সংহতি, সম্প্রীতি ও সার্বভৌমত্বকে অটুট রাখতে আহ্বান জানিয়ে বর্ণাঢ্য পথ পরিক্রমায় সোন্দলপাক সহ, আরো অনেক ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানান ও সমগ্র অনুষ্ঠান পরিচালনা করবেন পীরজাদা আমিরুল ইসলাম খাঁন, পীরজাদা সহিদুল ইসলাম খাঁন, পীরজাদা আবেদুল ইসলাম খাঁন সাহেব প্রমুখ বক্তব্য রাখবেন বলে জানা গেছে। দেশে বিদেশের লাখো মানুষের ঢল নামবে বলে জানান সেখ নিসার হোসেন আমাদের প্রতিনিধিকে। ভক্ত মুরিদান মেহমান দর্শনার্থীরা বিশেষ দোওয়ার মজলিসে মিলিত হবেন ও সকলকে থাকা,খাওয়া, দাওয়া শিন্নি ও তাবারুক দেওয়া হবে। সমগ্র অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সমাজের বহু বিশিষ্ট জনেরা পর্যায়ক্রমে বলে জানা যায়। হাজারো বিকিকিনির সম্ভার নিয়ে পসরা সাজিয়ে বসবে বিক্রেতারা। যতো দিন যাচ্ছে ততই ঊরুষ মিলন উৎসবের প্রচার প্রসার লাভ ঘটছে। বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানের পক্ষ থেকে স্টল করা হবে বলে জানান উচ্চ শিক্ষার্থী সিরাজাম মনিরা আমাদের প্রতিনিধিকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *