তৃণমূলের তরফে আয়োজিত যুব দিবসের অনুষ্ঠানে উপস্থিত অনুব্রত মণ্ডল
সেখ রিয়াজুদ্দিন বীরভূম,
রাজনগর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ১২ ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে চন্দ্রপুর গ্রামে নানান কর্মসূচির মাধ্যমে যুব দিবস পালিত হয়। এদিন লাউজোড় গ্রামে তৃনমূল কংগ্রেসের কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন এবং ম্যারাথন দৌড় প্রতিযোগিতার মধ্য দিয়ে যুব দিবস অনুষ্ঠানের সূচনা হয়। দলীয় পতাকা উত্তোলন ও ক্রিকেটের উদ্বোধন করেন রাজনগর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুকুমার সাধু। এরপর চন্দ্রপুরে স্বামীজীর প্রতিকৃতি নিয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রা স্থানীয় এলাকা পরিক্রমা করে। সাংস্কৃতিক অনুষ্ঠান, ভলিবল খেলা, রক্তদান শিবির সহ বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে দিনটি মহাসমারোহে পালিত হয়। রবিবার দুপুরে এই উপলক্ষে উপস্থিত হন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল,সিউড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিকাশ রায় চৌধুরী, রাজনগর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুকুমার সাধু ও সহ-সভাপতি রানা প্রতাপ রায় সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব।