ভাতারের মহাসামরাহে পালিত হলো তৃণমূলের প্রতিষ্ঠা দিবস। পূর্ব বর্ধমানের ভাতার বিধানসভার বিধায়ক মানগোবিন্দ অধিকারীর উদ্যোগে সোমবার জাঁকজমকপূর্ণভাবে পালিত হল তৃণমূলের ২৭ তম প্রতিষ্ঠা দিবস। এদিন প্রতিষ্ঠা দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রায় অংশ নেন কয়েকশো তৃণমূল কর্মী। শোভাযাত্রায় প্রদর্শনীতে অংশ নেন আদিবাসী নৃত্যের দল, ঢাকির দল, ঘোড়া নাচ শিল্পী,বোলান শিল্পীরা। শোভাযাত্রাটি ভাতার ব্লক তৃণমূল দলীয় কার্যালয়ে থেকে বের হয়ে গোটা ভাতার বাজার পরিক্রমা করে। শোভাযাত্রার শেষে মনীষীদের প্রতিকৃতিতে মাল্যদান এবং দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন ভাতারের বিধায়ক মান গোবিন্দ অধিকারী। সঙ্গে ছিলেন রাজ্য যুব তৃণমূলের সাধারণ সম্পাদক তথা পূর্ব বর্ধমান জেলা পরিষদের শিক্ষা ও তথ্য সংস্কৃতি দপ্তরের কর্মাধ্যক্ষ শান্তনু কোনার, ব্লক সভাপতি বাসুদেব যশ , ভাতার ব্লক কমিটি সদস্য, বিভিন্ন অঞ্চল কমিটির সদস্য সহ প্রধান উপপ্রধানরা। পাশাপাশি তৃণমূলের ২৭ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মহিলা পরিচালিত একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই রক্তদান শিবিরে মহিলাদের উপস্থিতি ছিল নজরকাড়া। উদ্যোক্তারা জানান, ১০০ জন মহিলা রক্তদাতার রক্তদানের টার্গেট থাকলেও দুই শতাধিক মহিলাদের রক্তদানে উৎসাহ ছিল। বিধায়ক মান গোবিন্দ অধিকারী বলেন, পহেলা জানুয়ারি দিনটি তৃণমূল কর্মীদের কাছে আবেগের দিন। দলের ২৭তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে ময়দানে ঝাঁপিয়ে পড়ার ডাক দেন বিধায়ক।
ভাতার থেকে সেখ মিলন এর রিপোর্ট