সেখ সামসুদ্দিন,
রবিবার সকালে বর্ধমান উত্তর বিধানসভা এলাকার তালিত গ্রামের একটি পরিত্যক্ত বাড়ি থেকে দেওয়ানদিঘী থানার পুলিশ ৪টি তাজা বোমা উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানা যায়, একটি থলিতে ৪টি কৌটোর মধ্যে এই বোমা ছিল। খবর দেওয়া হয় বোম স্কোয়াডকে। জানা গেছে, এই পরিত্যক্ত বাড়ির পাশেই শনিবার ছিল তৃণমূল কংগ্রেসের বুথ ক্যাম্প। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে আগাম আক্রমণ ঠেকাতেই তৃণমূল কংগ্রেস সমর্থকরাই এই বোমা মজুদ করেছিল কিনা। যদিও এব্যাপারে তৃণমূল নেতারা কিছু বলতে চাননি। বোমা উদ্ধারের এই ঘটনায় গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।