তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শহীদ স্মরণ

Spread the love

তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শহীদ স্মরণ

সেখ সামসুদ্দিন, ১৭ নভেম্বরঃ জামালপুরে জোতশ্রীরাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শহীদ স্মরণ করা হয় আজ। ২০০৮ সালে আজকের দিনে জোতশ্রীরাম অঞ্চলের শিয়ালী গ্রামে উত্তম ভুল সি পি এমের হার্মাদ বাহিনীর হাতে নিহত হন। সেই সময় এই নিয়ে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছিল জামালপুরে। স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিলেন জামালপুরে। তারপর কেটে গেছে বেশ কয়েকটা বছর। এখন তৃণমূল কংগ্রেস ক্ষমতায়। কিন্তু দল এখনো ভোলেনি শহীদদের। প্রতিবছর শহীদ স্মরণ করা হয়। আজকেও জোতশ্রীরাম অঞ্চলের শিয়ালীতে উত্তম ভুলের শহীদ স্মরণে সভা করা হয়। উপস্থিত ছিলেন তৃণমূলের ব্লক সভাপতি মেহেমুদ খান, বিধায়ক অলক কুমার মাঝি, কার্যকরী সভাপতি ভূতনাথ মালিক, শ্রমিক সংগঠনের সভাপতি তাবারক আলী মন্ডল, অঞ্চল সভাপতি তপন কুমার দে, প্রধান আরিফা মন্ডল। ছিলেন উত্তম ভুলের স্ত্রী ও দুই পুত্র। উত্তম ভুলকে স্মরণ করে মেহেমুদ খান জানান উত্তম ভুলের মত যাঁরা জামালপুরে দলের জন্য শহীদ হয়েছেন তাঁদের কথা আলাদা করে বলার নয়। তাঁদের এই আত্মত্যাগের জন্যই আজ দল ক্ষমতায় এসেছে। উত্তম ভুল দলের জন্য শহীদ হয়েছেন তাঁকে কোনোদিন ভুলে যাবে না। তাঁদের স্বপ্ন পূরণ করা এখন তাঁদের কাজ। আজকের এই স্মরণ সভায় প্রচুর সংখ্যায় কর্মী সমর্থক উপস্থিত হয়েছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *