তৃণমূল ছাত্র পরিষদ প্রতিষ্ঠা দিবসের সমর্থনে মিছিল
সেখ সামসুদ্দিন, ২৬ আগস্টঃ বৃষ্টিবিঘ্ন পরিবেশে বৃষ্টিকে উপেক্ষা করে ২৮ আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সমর্থনে কলকাতা চলো ডাকে মেমারি কলেজের সামনে থেকে মিছিল শুরু করে জি টি রোড হয়ে চকদিঘী মোড়, কৃষ্ণবাজার রেলগেট হয়ে পুরাতন বাসস্ট্যান্ডে শেষ করা হয়। মিছিলে পা মেলান মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য প্রাক্তন বিধায়ক অধ্যাপক আবুল হাসেম মন্ডল, মেমারি পৌরসভার ভাইস চেয়ারম্যান সুপ্রিয় সামন্ত, মেমারি শহর তৃণমূল কংগ্রেস সভাপতি স্বপন ঘোষাল সহ শহর ও ব্লকের বিভিন্ন শাখা সংগঠনের নেতৃত্ব, জেলা ছাত্রনেতা মুকেশ শর্মা এবং কলেজের ছাত্র-ছাত্রীবৃন্দ। এই মিছিল থেকে ছাত্র-ছাত্রীদের এগিয়ে আসার ও কলকাতা যাওয়ার আহ্বান জানানো হয়। এদিন পুরাতন বাসস্ট্যান্ডে পথসভায় মুকেশ শর্মা ও শহর সভাপতি স্বপন ঘোষাল ব্লক নেতৃত্বের শহরে নাক গলানোর বিরুদ্ধে পাল্টা হুঙ্কার দেন। উপস্থিত সকল নেতৃত্ব ছাত্র-ছাত্রীদের ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক দেন।