তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফৌজদারি মানহানি মামলা দায়ের

Spread the love

মোল্লা জসিমউদ্দিন (টিপু ),


 সোমবার দুপুরে কলকাতার ব্যাংকশাল আদালতে ডায়মন্ডহারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানি (ফৌজদারি)  মামলা দাখিল হল। মামলাটি দাখিল করেছেন বিজেপির রাজ্য সভাপতি  দিলীপ ঘোষ মহাশয়।এদিন ব্যাংকশাল আদালতে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের এজলাসে মামলাটি দাখিল হয়। পরবর্তীতে মামলাটি অন্য এজলাসে স্থানান্তরিত করা হয়। গত ২৯ নভেম্বর  দক্ষিণ ২৪ পরগণার সাতগেছিয়ায় রাজনৈতিক সভা করেছিলেন ডায়মন্ডহারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপির লাগাদার  ‘ভাইপো’ সম্বোধনে আক্রমনাত্মক হয়ে বিজেপি নেতাদের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সহ বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাশ বিজয়বর্গী সহ তাঁর ছেলে আকাশ বিজয়বর্গীর বিরুদ্ধে গুন্ডামী সহ মাফিয়ারাজের অভিযোগ তোলেন সেসময় । রবিবারসীয় সভায় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন – “আমি নাম করে বলছি দিলীপ ঘোষ গুন্ডা,  কৈলাশ বিজয়বর্গীর ছেলে আকাশ বিজয়বর্গী গুন্ডা”। এইবিধ নানান মন্তব্য করে আইনী লড়াইয়েরও হুশিয়ারি দিয়েছিলেন অভিষেক। ঠিক এইরকম পরিস্থিতিতে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তাঁর আইনজীবী পার্থ ঘোষের মাধ্যমে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় কে গুন্ডা সম্বোধনের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ টি পাঠিয়েছেন। তিনদিনের মধ্যে গুন্ডা মন্তব্য প্রত্যাহার সহ নিঃশর্ত ক্ষমাপ্রার্থনা না করলে মানহানি মামলার হুশিয়ারী দিয়েছিলেন দিলীপ ঘোষ। একজন সর্বভারতীয় রাজনৈতিক দলের দায়িত্বশীল রাজ্য সভাপতি সর্বপরি একজন সাংসদের বিরুদ্ধে এহেন মন্তব্য ভূল বার্তা যাবে, তাই গুন্ডা সম্বোধনে দুদিনের মধ্যেই লিগ্যাল নোটিশ পাঠিয়েছিলেন দিলীপ ঘোষ। এইরুপ দাবি রাজনৈতিক মহলে। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সংবাদমাধ্যমে জানিয়েছেন –  ” ৭ কোটির বাড়িতে থাকিনা, আর গাড়ির কনভয়ে ২৫ টি গাড়িও থাকেনা আমার”।  লোকের বাড়িতে থাকি বলে জানিয়েছিলেন দিলীপ বাবু। ডায়মন্ডহারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় কে তিনদিনের সময়সীমা বেঁধে লিগ্যাল নোটিশ পাঠিয়ে কোন প্রতুত্তর পাননি দিলীপ ঘোষ মহাশয়। এহেন পরিস্থিতিতে সপ্তাহ খানেক পর সোমবার দুপুরে কলকাতার ব্যাংকশাল আদালতে ডায়মন্ডহারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানি (ফৌজদারি) মামলা দাখিল করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *