‘তৃতীয় লিঙ্গ: স্বর ও সংকট’ বিষয়ক আন্তর্জাতিক সেমিনার
সেখ সামসুদ্দিন, ১৬ ডিসেম্বরঃ মেমারি কলেজ ও সাহিত্য, সমাজ ও সংস্কৃতি বিষয়ক দ্বিভাষিক গবেষণা পত্রিকা অন্তর্মুখ-এর উদ্যোগে মেমারি কলেজের ব্যবস্থাপনায় ‘তৃতীয় লিঙ্গ: স্বর ও সংকট’ বিষয়ক আন্তর্জাতিক সেমিনার করা হয়। এই সেমিনারে দেশ বিদেশের দেড় শতাধিক মানুষ এবং সরাসরি পঞ্চাশোর্ধ বিভিন্ন কলেজের অধ্যাপক-অধ্যাপিকাগণ অংশগ্রহণ করেন। সেমিনারে প্রধান বক্তাদের মধ্যে অনলাইনে ছিলেন বাংলাদেশ ঢাকার ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির প্রফেসর ডঃ আহমেদ আহসানুজ্জামান এবং সরাসরি বক্তব্যে ছিলেন বর্ধমান ইউনিভার্সিটির ইংরেজি এবং কালচার স্টাডিস ডিপার্টমেন্ট এর অধ্যাপক ডঃ অংশুমান কর, বর্ধমান ইউনিভার্সিটির ফিজিওলজি বিভাগের অধ্যাপক তথা প্রফেসর ইনচার্জ ডঃ সন্তোষ কুমার পাল ও বর্ধমান ইউনিভার্সিটির ইতিহাস বিভাগের সহকারী প্রফেসর ডঃ রাজর্ষি চক্রবর্তী। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেমারি বিধানসভার বিধায়ক তথা মেমারি কলেজে পরিচালন কমিটির সভাপতি মধুসূদন ভট্টাচার্য্য, অন্তর্মুখ পত্রিকার সম্পাদক শম্পা সামন্ত বাগ, মেমারি কলেজের অধ্যক্ষ ডঃ দেবাশীষ চক্রবর্তী মেমারি কলেজের অধ্যাপক ও আইকিউএসি কো-অরডিনেটর ডঃ অনুপম গড়াই সহ মেমারি কলেজের ও বাংলার বিভিন্ন কলেজের অধ্যাপক অধ্যাপিকা ও ছাত্রছাত্রীবৃন্দ। এদিন সেমিনারে সামাজিক প্রেক্ষাপটে তৃতীয় লিঙ্গের হিজরা ও পরিবর্তনকামী মানুষদের কথা ও সংকট বিষয়ক বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করা হয়। অনুষ্ঠানে অন্তর্মুখ পত্রিকার একটি সংখ্যার প্রকাশ করা হয়।