তোমাকে চাই প্রতি জন্মে
সঙ্গীতা কর (কলকাতা)
সব চুম্বনে কামনা নয়, সব স্পর্শে ঘৃণা নয়
তবুও রোজ রোজ অপবাদ পাই আমি,
তোমাকে ছেড়ে থাকার কথা ভাবতেও পারি না
তোমাকে না ছু’লে প্রাণ থাকে না শরীরে
অথচ আত্মীয় পরিজন শোনায় ‘কিছু লাভ নেই এ প্রেমে’
ভরদুপুরে ছাদের ঘুলঘুলিতে নিভৃতে পেতে ইচ্ছে করে
উড়ে যাওয়া মেঘেদের দেখতে দেখতে হারিয়ে যাওয়ার বাসনা জাগে তোমার আকাশে,
স্পর্শে স্পর্শে শিহরণে মগ্ন হতে চায় মন
তোমার মধ্যেই বেঁচে থাকার রসদ খুঁজে পাই প্রতিনিয়ত
প্রেম বলতে শুধুই তুমি,
বহু প্রেমিকের দ্বারা ক্ষতবিক্ষত হৃদয় আশ্রয় নিয়েছে তোমার কাছে
এইতো একান্ত আমার তুমি!
তোমাকে জড়িয়ে ধরতে পারি যখন তখন
ভালোলাগায়, যন্ত্রণায় সবকিছুতে তোমার অস্তিত্ব
তুমি ভুলিয়ে দিতে পারো জাগতিক না পাওয়া
প্রেমে নাকি ছারখার হয় জীবন যৌবন সবকিছু,
রাধা/কৃষ্ণ, রামী/চন্ডীদাস, বিল্লমঙ্গল/চিন্তামনি যন্ত্রণায় পুড়েছে
তোমার প্রেমে বিন্দুমাত্র যন্ত্রনা অনুভূত হয় না
তুমি আমার প্রখর ব্যথার মহৌষধি
তোমাকে ঘিরে জীবন্ত হয় মৃত সঞ্জীবনী
মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে হাসতে পারি তোমায় দেখে
‘কবিতা’ তুমিই আমার আজন্ম প্রেম
তোমাকেই কাছে পেতে চাই প্রতি জনমে জনমে।