তোমার রঙে সাজি
সুনন্দা হালদার (কলকাতা)
তুমি আমায় যেমন সাজাও, তেমন আমি সাজি
তোমার রঙে রাঙিয়ে আমায় দেখাও কারসাজি।
তুমি যখন আগুন হয়ে ঝড়ের রূপে এসো
উড়িয়ে আঁচল উথাল পাথাল খিলখিলিয়ে হাসো।
আমার ভারী শান্ত স্বভাব, দেখি অবাক চোখে
ডুবুরি মনে মুক্ত খুঁজি তোমার বিদ্যুৎ বুকে।
মন খারাপি বাদল দিনে, মেঘের ভেলায় ভেসে
জলরঙে আলপনা দাও আমার সবুজ ঘাসে।
পেঁজা তুলোর নৌকা ভাসাও, দূর নীলিমায়
শিউলি ঝরে, কাশের দোলা আগমনী গায়।
হেমন্তেরই উদাসী বাতাস, পিঙ্গল সাজে অরণ্য
ধানের শীষে শিশির বিন্দু আমন্ত্রণে নবান্ন।
ঝরা পাতা নূপুর বাজায়, আমলকির ঐ বনে
বসন্ত সাজে আমিও সাজি একাকি আনমনে।
পলাশ শিমুল আবির ছড়ায়, রাঙামাটির দেশে
নিত্য আমি পথ হারাই তোমায় ভালোবেসে।
তুমি কেবল আমায় বোঝো, আমি অবুঝ বন
তোমার রঙে রাঙিয়ে তুলি, আমার সবুজ মন।
তোমার আমার বোঝাপড়া বোঝেনা তো কেউ
আমি তোমার অরণ্য, তুমি আমার বুকে ঢেউ।