ত্রয়োদশ বার্ষিক সাধারণ সম্মেলন

Spread the love

ত্রয়োদশ বার্ষিক সাধারণ সম্মেলন

সেখ রাজু

বুধবার পূর্ব বর্ধমান জেলার ভাতার ব্লক ডেকোরেটিং এন্ড সাউন্ড সিস্টেম সমন্বয় সমিতির ত্রয়োদশ বার্ষিক সাধারণ সম্মেলন অনুষ্ঠিত হয় ভাতারের নবাবনগরে । ডেকোরেটর এবং সাউন্ড সিস্টেম এই পেশার সঙ্গে যেসব ব্যক্তিত্বরা যুক্ত আছেন তাদের বিভিন্ন বিষয় আজকে এখানে আলোচিত হয় । সমিতির বিভিন্ন সদস্যের চলার পথে কি কি সমস্যা আসছে সেগুলি সমাধানের পথ নির্দেশ, বর্তমান সরকার তাদের প্রতি কিরূপ ব্যবহার লিপ্ত সে বিষয়েও আলোচনা করা হয়ে থাকে । ভাতার ব্লক ডেকোরেটিং এন্ড সাউন্ড সিস্টেম সমন্বয় সমিতির পতাকা উত্তোলনের পর সভা সমিতির কাজ শুরু হয় । সমিতির সদস্য গৌরাঙ্গ মৃধার পরিপূর্ণ প্রচেষ্টায় এদিনকার কর্মসূচি সাফল্যমন্ডিত পায় । তিনি জানান -‘ আমাদের সকলকে এক হয়ে পথ চলতে হবে । যে কোন সমস্যায় একে অপরের হাত ধরে আমাদের এগিয়ে গেলেই সব ধরনের সমস্যা থেকে আমরা মুক্তি পাব । সমাজের অতি প্রয়োজনীয় পেশার সঙ্গে আমরা যুক্ত । তাই সকলের সঙ্গে কাজ করতে চায়’ ।উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা ডেকরেটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন জেলা সভাপতি বাপি সিংহ, ভাতার ব্লক ডেকোরেটিং এন্ড সাউন্ড সিস্টেম সমন্বয় সমিতির সভাপতি অসিত ব্যানার্জি, সম্পাদক চন্দন মুখার্জি সহ বিভিন্ন সদস্যরা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *