ত্রিপুরার বিতর্কিত মন্তব্যে পুলিশের ক্লিনচিট কুণাল কে

Spread the love

ত্রিপুরায় বিতর্কিত মন্তব্যে ক্লিনচিট পেলেন কুণাল ঘোষ,

গোপাল দেবনাথ

এবার বড়সড় আইনী স্বস্তি পেলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। ত্রিপুরায় এই স্বস্তি মিললো তাঁর। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের ‘সীতার পাতাল প্রবেশ’ মন্তব্য ঘিরে রীতিমত বিতর্ক শুরু হয়েছিল । ধর্মীয় ভাবাবেগে আঘাত করা হয়েছে এমন অভিযোগ তুলে ত্রিপুরার একাধিক থানায় এই তৃণমূল নেতার বিরুদ্ধে মামলা দায়ের করেছিল বিজেপি। তবে এবার উদয়পুরের আরকেপুর থানা কুণাল কে এই বিতর্ক সংক্রান্ত মামলায় ক্লিনচিট দিল বলে জানা গেছে। কুণালের বিরুদ্ধে কোনো রকম চার্জশিট পেশ করা হয়নি, আদালতে  লিখিত ভাবে জানানো হয়েছে যে -‘কুণাল ঘোষকে অভিযোগমুক্ত করা হোক’।এই ক্লিনচিটের কারণ কী? জানা গেছে  ,আর কে পুর থানা উদয়পুর আদালতে লিখিত ভাবে জানিয়েছে যে এই ঘটনায় কুণাল ঘোষের বিরুদ্ধে কোনো রকম প্রমাণ পাওয়া যায়নি । যিনি অভিযোগ করেছিলেন তাঁর সঙ্গে বারবার যোগাযোগ করার পরেও পুলিশের হাতে তথ্য-প্রমাণ এসে উপস্থিত হয়নি,  তদন্তকারীদের সামনে কুণাল ঘোষের বয়ান রেকর্ড করা হয়েছে । তবে যথাযথ তথ্য প্রমাণের অভাবে এই ঘটনার তদন্ত করা সম্ভব হচ্ছে না। যার কারণে পুলিশ এদিন আদালতে জানায় যে তাদের কাছে কুণাল ঘোষের বিরুদ্ধে চার্জশিট দেওয়ার মতন কোন বিষয় উঠে আসেনি । যদি অভিযোগকারী নতুন করে কোন যথার্থ তথ্য প্রমাণ দিতে পারেন তাহলেই আবার তদন্ত শুরু করা যাবে।উল্লেখ্য এই বিতর্কের সূত্রপাত কুণাল ঘোষ এর একটি মন্তব্যকে ঘিরে। তিনি বলেছিলেন, ‘ জয় শ্রীরাম স্লোগান দিয়ে যারা তৃণমূলকে মারছে, সন্ত্রাস করছে, মা-বোনেরা তাদেরকে জিজ্ঞেস করুন রামরাজ্যে মা সীতার স্থান হল না কেন? কেন পাতাল প্রবেশ এর মত আত্মঘাতী পদক্ষেপ নিতে হল তাঁকে? ‘ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *