থানায় যুব নেত্রী নির্যাতনের মামলায় সিঙ্গেল বেঞ্চের রায় বহাল রাখলো ডিভিশন বেঞ্চ 

Spread the love

থানায় যুব নেত্রী নির্যাতনের মামলায় সিঙ্গেল বেঞ্চের রায় বহাল রাখলো ডিভিশন বেঞ্চ 

মোল্লা জসিমউদ্দিন, 

বুধবার মেদিনীপুর কলেজের  দুই ছাত্রীর উপর নির্যাতনের অভিযোগে সিঙ্গল বেঞ্চের নির্দেশ বহাল রাখল কলকাতা হাইকোর্টের  ডিভিশন বেঞ্চ।এদিন কলকাতা হাইকোর্টের  বিচারপতি দেবাংশু বসাকের বেঞ্চ জানিয়ে দিয়েছে, -‘আগের মতোই বিশেষ তদন্তকারী দল (সিট) তদন্ত চালাবে। এই সিটের নেতৃত্বে থাকবেন আইপিএস মুরলী ধর।’সুশ্রীতা সোরেনের মামলায় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে ধাক্কা খেল রাজ্য সরকার। বুধবার বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চ সিঙ্গল বেঞ্চের নির্দেশই বহাল রাখল। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের সিঙ্গল বেঞ্চ আইজি মুরলিধর শর্মার নেতৃত্বে টিম গঠন করে তদন্তের নির্দেশ দিয়েছিল।একইসঙ্গে সিঙ্গল বেঞ্চ জানিয়েছিল, -‘থানায় অত্যাচারের অভিযোগের প্রেক্ষিতে প্রমাণ মিলেছে’। অভিযুক্ত পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে পদক্ষেপের নির্দেশ দিয়েছিল সিঙ্গেল বেঞ্চ। সেই নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য সরকার। আদালত সুত্রে জানা গেছে, গত ১ মার্চ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ওয়েবকুপার বার্ষিক সাধারণ সভায় গিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তাঁকে ঘিরে বিক্ষোভ দেখায় পড়ুয়াদের একাংশ। পরিস্থিতি উত্তপ্ত হয়। একদিকে শিক্ষামন্ত্রীর গাড়িতে হামলার অভিযোগ ওঠে। অন্যদিকে, শিক্ষামন্ত্রীর গাড়ির তলায় পড়ে এক ছাত্র আহত হন বলে অভিযোগ ওঠে। সেই ঘটনার প্রতিবাদে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ দেখায় বামপন্থী ছাত্র সংগঠনগুলি।গত ৩ মার্চ মেদিনীপুরে বিদ্যাসাগর বিদ্যালয়ের সামনে বিক্ষোভ দেখানোর সময় সুশ্রীতা সোরেন-সহ একাধিক ডিএসও নেতা-কর্মীকে আটক করা হয়। পরে ছাড়া পাওয়ার পর সাংবাদিক বৈঠকে এআইডিএসও-র চার মহিলা কর্মী-সমর্থক বিস্ফোরক অভিযোগ করেন। মোমের ছ্যাঁকা থেকে শুরু করে চুল ধরে শূন্যে উঁচু করে পায়ের তলায় মারার অভিযোগে ওঠে। এমনকি রাজ্যের একাধিক মেডিক্যাল কলেজ হাসপাতালে ঘোরার পরও তাঁদের চিকিৎসা করে কোনও ইনজুরি রিপোর্ট দেয়নি বলে অভিযোগ। এরপরই আদালতের দ্বারস্থ হন সুশ্রীতা। অভিযুক্ত পুলিশ অফিসারদের বিরুদ্ধে পদক্ষেপ ও থানার সিসিটিভি ফুটেজ সংরক্ষণের দাবি জানান।হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ আইজি মুরলিধর শর্মার নেতৃত্বে কমিটি গড়ে তদন্তের নির্দেশ দেয়। অভিযুক্ত পুলিশ আধিকারিকদের বিরুদ্ধেও পদক্ষেপের নির্দেশ দেয়। রাজ্য ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়। ডিভিশন বেঞ্চ এদিন সিঙ্গল বেঞ্চের নির্দেশই বহাল রাখল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *