থিমের পুজোয় মাতল জঙ্গলমহল
।:— শুভদীপ ঋজু মন্ডল ,বাঁকুড়া:———-আজ বিদ্যার দেবী সরস্বতীর পুজো। শুক্লা পঞ্চমী তিথিতে এই পুজো হয় ,দেশজুড়ে পুজোয় মেতেছে বাঙালি ।পিছিয়ে নেই জঙ্গলমহল এলাকার মানুষজন। তারা তাদের মতো করে মন্ডপ সাজিয়েছে আরাধনায় যোগ দিয়েছে। বিভিন্ন বিদ্যালয় প্রাথমিক স্তর থেকে উচ্চ প্রাথমিক, কলেজ ,বিশ্ববিদ্যালয় প্রতিটি জায়গাতেই সরস্বতীর আরাধনা মেতেছে ছাত্র-ছাত্রীরাও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ক্লাব গুলো। পুজো উপলক্ষে প্যান্ডেলে প্যান্ডেলে আধুনিকতার ছোঁয়া লেগেছে তারই একটি বড় উদাহরণ হল ধরমপুর গ্রামের কালিন্দিপাড়ায় মা বীণাপানি সংঘের পুজো মণ্ডপ । এটি সাজানো হয়েছে চন্দ্রযানের থিমে। ভারতের চন্দ্রযানের সাফল্য তুলে ধরেছে ধরা হয়েছে বীণাপাণি সংঘের আমরা কজন এর পরিচালনায়।এখানে উল্লেখ্য সরস্বতী পূজা উপলক্ষে বীণাপাণি সংঘ প্রতিবছরে ই নতুন নতুন থিম তুলে ধরেন যা দেখতে এলাকার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ হাজির হয়। আজ সন্ধ্যা পর্যন্ত কয়েক হাজার দর্শনার্থী পূজা মন্ডপ পরিদর্শন করে যান বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে।।