থিমের পূজায় তালডাংরা একাদশ ক্লাব।
সাধন মন্ডল বাঁকুড়া:—তালডাংরা একাদশ ক্লাবের কালী পুজো এবার ২৮ তম বর্ষে পদার্পণ করলো। পুজো উপলক্ষে আজ মহাযজ্ঞের আয়োজন করা হয়েছে। চার দিন ধরে চলবে নানান সাংস্কৃতিক কর্মসূচি। পুজো প্যান্ডেলে সমাজ সেবামূলক বিভিন্ন প্রচার রাখা হয়েছে। বাল্যবিবাহ, বনসৃজন, ডাইনি প্রথা এছাড়া রয়েছে প্রতিদিন এলাকার শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান। ক্লাবের সম্পাদক রিপন রায় বলেন আমরা আজ থেকে ২৮ বছর আগে ছোট্ট একটি চালা তৈরি করে পুজোর আয়োজন করেছিলাম। আমাদের সেই দিনের স্বপ্ন আস্তে আস্তে সাফল্য লাভ করছে বর্তমানে আমরা একটি পাকা মন্দির তৈরি করেছি সকলের সহযোগিতায় ২৮ তম বর্ষের পুজো আজ শুরু হচ্ছে। এবারের পূজো প্যান্ডেলে আমাদের থিম রয়েছে মা কালীর দ্বাদশ রূপ। পুজো উপলক্ষে আজ সন্ধ্যা থেকেই দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে।