থ্যালাসেমিয়া নিয়ে সচেতনতা শিবির সিমলাপালের স্কুলে।
শুভদীপ ঋজু মন্ডল ,জঙ্গলমহল, বাঁকুড়া :————–ওয়েস্ট বেঙ্গল হিউম্যান ওয়েলফেয়ার অ্যান্ড নেচার অর্গানাইজেশন এর পক্ষ থেকে আজ শনিবার সিমলাপাল ব্লকের পাশ্বলা নামপাড়া প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে থ্যালাসেমিয়া রোগ সম্পর্কে একটি সচেতনতা শিবির অনুষ্ঠিত হল । ছাত্র ছাত্রীদের কাছে থ্যালাসেমিয়া সম্পর্কে বিশদ ব্যাখ্যা করে বোঝান সংগঠনের সম্পাদ ক স্বপ্না বরাট এছাড়া এই সচেতনতা শিবিরটি ছাত্র-ছাত্রীদের কাছে আকর্ষণীয় ও প্রাণবন্ত করে তুলতে ছাত্র-ছাত্রীদের মধ্যে একটি অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয় সেখানে সংগঠনের তরফ থেকে কুড়িজন ছাত্র-ছাত্রীকে বিশেষ পুরস্কৃত করা হয় ।এই প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ছাড়াও গ্রামের মানুষদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির করা হয় সেখানে শতাধিক মানুষের চক্ষু পরীক্ষা করা হয়। এদিনের এই সচেতনতা শিবিরে সংগঠনের সম্পাদক স্বপ্না বরাট ছাড়াও উপস্থিত ছিলেন ,কাশীনাথ পাঠক, দুজন অঙ্কন এর শিক্ষক নন্দদুলাল বাবু ও তুবাই বাবু । প্রধান শিক্ষক ও সহশিক্ষক বৃন্দ ও গ্রামবাসী বৃন্দ। এ বিষয়ে পার্শ্বলা নামোপাড়া প্রাথমিক বিদ্যালয়র প্রধান শিক্ষক মানস কর্মকার বলেন এই ধরনের সচেতনতা শিবির আমাদের এলাকায় এই প্রথম। আমি উদ্যোক্তাদের কৃতজ্ঞতা জানাই। আগামী দিনে আরো বেশি বেশি করে এই ধরনের শিবির হোক আমাদের এলাকায় এটা অনুরোধ জানাই কর্মকর্তাদের ।আমি কৃতজ্ঞ উনাদের কাছে।