থ্যালাসেমিয়া নিয়ে সচেতনতা শিবির সারেঙ্গার কলেজে,

Spread the love

থ্যালাসেমিয়া নিয়ে সচেতনতা শিবির সারেঙ্গার কলেজে,

শুভদীপ ঋজু মন্ডল ,বাঁকুড়া:—–৩রা জানুয়ারী ২০২৪ তারিখে পন্ডিত রঘুনাথ মুর্মূ স্মৃতি মহাবিদ্যালয়ে হয়ে গেল থ্যালাসেমিয়া সংক্রান্ত সচেতনতা শিবির। ঐ কলেজের NSS এবং West Bengal Human Welfare and Nature Organization এর যৌথ উদ্যোগে কলেজের প্রায় ১৫০ জন ছাত্রছাত্রীকে থ্যালাসেমিয়া সম্পর্কে সচেতনতার পাঠ দেওয়া হয়। শিবিরে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ডঃ নীলাংশু ঘোষ, NSS-এর কনভেনার অধ্যাপক ডঃ বিপ্লব মন্ডল, West Bengal Human Welfare and Nature Organization-এর সেক্রেটারি স্বপ্না বরাট প্রমুখ। ডঃ বিপ্লব মন্ডল বলেন, “মহাবিদ্যালয়ের জাতীয় সেবা যোজনা জঙ্গলমহলের শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে সরকারের পাশাপাশি নানান সচেতনতামূলক প্রয়াস নিয়ে থাকে। আজকের সচেতনতা শিবির নিঃসন্দেহে ছাত্রছাত্রী তথা অভিভাবকদের নতুন করে ভাবার সুযোগ করে দেবে”। West Bengal Human Welfare and Nature Organization-এর সেক্রেটারি স্বপ্না বরাট তাঁর বক্তব্যে বিশ্বব্যাপী থ্যালাসেমিয়া রোগের ভয়াবহতার দিকটি সম্পর্কে ছাত্রছাত্রীদের অবহিত করে থ্যালাসেমিয়া প্রতিরোধে ছাত্রছাত্রীদেরই সক্রিয় ভূমিকা নিতে হবে একথা স্মরণ করিয়ে দেন। তাঁদের সংস্থা যে এই কাজে সারা রাজ্য জুড়ে স্কুল, কলেজ ও অন্যত্র থ্যালাসেমিয়া সচেতনতা শিবির সংগঠিত করে এই থ্যালাসেমিয়া টেস্টের ব্যবস্থা করে সবসময় এই রোগ প্রতিরোধে ইতিবাচক ভূমিকা নিয়ে চলেছে সেকথা জানান। তিনি ছাত্রছাত্রীদের সহ সমাজের বিভিন্ন স্তরের মানুষকেও এই কাজে এগিয়ে আসার আবেদন জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *