থ্যালাসেমিয়া ব্লাড টেস্ট ও রক্তদান শিবির
নিজস্ব সংবাদদাতা, ১১ মেঃ গত ৮ মে একই দিনে ছিল বিশ্ব থ্যালাসেমিয়া দিবস ও কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পুণ্য জন্মদিন। ঐ মহান দিনটিকে সামনে রেখে আজ ১১ মে শনিবার “ওয়েস্ট বেঙ্গল হিউম্যান ওয়েলফেয়ার অ্যান্ড নেচার অর্গানাইজেশন”-এর উদ্যোগে এবং “ভালুকা বীণাপানি যুব সংঘ”-এর সহযোগিতায় বাঁকুড়া জেলার শালতোড়া ব্লকের ভালুকা গ্রামে “একদিনের রক্তদান শিবির” এবং “থ্যালাসেমিয়া ব্লাড টেস্ট”-এর আয়োজন করা হয়। পাশাপাশি গান, আবৃত্তি ও নৃত্য পরিবেশনের মাধ্যমে ঐ গ্রামের ছেলেমেয়েরা কবিগুরু রবীন্দ্রনাথকে শ্রদ্ধা নিবেদন করে। রক্তদান শিবির সকাল ১১-০০টা থেকে শুরু হয়। রক্তদানকে ঘিরে এলাকার মানুষের মধ্যে বিপুল উৎসাহ লক্ষ্য করা যায়। প্রায় চল্লিশজন রক্তদান করেন এবং মোট বিয়াল্লিশজন মানুষ থ্যালাসেমিয়া টেস্টে অংশগ্রহণ করেন। এই রক্তদান শিবিরকে সফল করে তোলার জন্যে ভালুকা বীণাপানি যুব সংঘের উৎসাহী সদস্যদের পাশাপাশি এলাকার বিভিন্ন স্তরের মানুষ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ সক্রিয়ভাবে এগিয়ে আসেন। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন “ওয়েস্ট বেঙ্গল হিউম্যান ওয়েলফেয়ার অ্যান্ড নেচার অর্গানাইজেশন”-এর সেক্রেটারি স্বপ্না বরাট ও ভাইস প্রেসিডেন্ট বিদ্যুৎ মুখোপাধ্যায়। উপস্থিত ছিলেন সংস্থার শালতোড়া জোনের নেচার সুপারভাইজার নিরূপ মন্ডল। উপস্থিত ছিলেন সাংবাদিক সুদীপ সেন, ভালুকা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মৃত্যুঞ্জয় পরামানিক ও সংস্থার নতুন সদস্য শিবরাম চার। বাঁকুড়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালের “স্টেট ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিল”-এর অভিজ্ঞ চিকিৎসক ও কর্মীদের তত্ত্বাবধানে শীতাতপ নিয়ন্ত্রিত বাসে রক্ত সংগ্রহের কাজ সম্পন্ন হয়। রক্তদাতাদের মধ্যে ভালুকা বীণাপানি সংঘের সদস্য সদস্যাবৃন্দ যেমন ছিলেন, তারা ছাড়াও ছিলেন গ্রামের অন্যান্য মানুষজন। উল্লেখযোগ্য বিষয় হলো বড় সংখ্যায় মহিলাদের রক্তদানে এগিয়ে আসা। অনেকেই এই রক্তদান শিবিরে রক্তদান করতে পেরে তাদের ভালোলাগার কথা জানান। রক্তদান কর্মসূচী শেষ হওয়ার পর মঞ্চে বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে প্রত্যেক রক্তদাতার হাতে সার্টিফিকেট ও ব্লাড-ডোনার কার্ড তুলে দেওয়া হয়। এই মহৎ উদ্যোগের সার্বিক সাফল্যের জন্য “ওয়েস্ট বেঙ্গল হিউম্যান ওয়েলফেয়ার অ্যান্ড নেচার অর্গানাইজেশন”-এর পক্ষ থেকে সেক্রেটারি স্বপ্না বরাট ও ভাইস প্রেসিডেন্ট বিদ্যুৎ মুখোপাধ্যায় ভালুকা বীণাপানি যুব সংঘের কর্তৃপক্ষ এবং এলাকার মানুষজনকে অকুণ্ঠ ধন্যবাদ জানান। এই শিবিরে রক্তদান ও থ্যালাসেমিয়া টেস্টের উপকারিতা সম্পর্কে বক্তব্য রাখেন “ওয়েস্ট বেঙ্গল হিউম্যান ওয়েলফেয়ার অ্যান্ড নেচার অর্গানাইজেশন”-এর সেক্রেটারি স্বপ্না বরাট এবং থ্যালাসেমিয়া রোগের ভয়াবহতা ও তার প্রতিরোধ সম্পর্কে বক্তব্য রাখেন সংস্থার ভাইস-প্রেসিডেন্ট বিদ্যুৎ মুখোপাধ্যায়। বহু মানুষের অংশগ্রহণে সমগ্র অনুষ্ঠানটি সুচারুরূপে সম্পন্ন হয়।