দক্ষিণ কলকাতার সিপিআইএম প্রার্থী

Spread the love

দক্ষিণ কলকাতার সিপিআইএম প্রার্থী

:- পিনাকী চৌধুরী

।। দক্ষিণ কলকাতার তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট প্রার্থী মালা রায়ের বিরুদ্ধে সিপিআইএম এর প্রার্থী হয়েছেন সায়রা শাহ হালিম। অপরদিকে বিজেপির প্রার্থী দেবশ্রী চৌধুরী। সুতরাং ত্রিমুখী লড়াই। ইতিমধ্যেই সায়রা শাহ হালিম দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকায় মিটিং মিছিল করছেন। এলাকায় এলাকায় জনসংযোগের কাজ করছেন। গত তিন বছর ধরে রাজনীতির অঙ্গনে পরিচিত মুখ। প্রাক্তন বিধানসভার অধ্যক্ষ প্রয়াত হাসিম আব্দুল হালিমের পুত্রবধূ তথা ডাঃ ফুয়াদ হালিমের স্ত্রী এই সায়রা শাহ হালিম আবার সম্পর্কে অভিনেতা নাসিরুদ্দিন শাহের ভাইঝি। তাঁর কাকা ইতিমধ্যেই তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। প্রসঙ্গত গত ‘২২ সালে বালিগঞ্জ বিধানসভার উপনির্বাচনে সিপিআইএম এর হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সায়রা শাহ হালিম। তৃণমূল কংগ্রেসের বাবুল সুপ্রিয়র কাছে পরাজিত হয়েছিলেন ঠিকই, কিন্তু তাৎপর্যপূর্ণ ভাবে বিজেপি প্রার্থীর থেকে প্রায় ১৮ হাজার ভোট বেশি পেয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছিলেন তিনি। বহুদিন পরে বামফ্রন্টকে কিছুটা হলেও অক্সিজেন জুগিয়েছিলেন তিনি। আদ্যন্ত বামপন্থী পরিবারের সায়রা শাহ হালিমের পড়াশোনা বিদেশে। ইংরেজি, হিন্দি ও বাংলায় অনর্গল কথা বলতে পারেন। অসম্ভব বাগ্মী এই সায়রা শাহ হালিম লোকসভা নির্বাচনে আলিমুদ্দিন স্ট্রিটে কি বার্তা বয়ে আনবেন , এখন সেটাই দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *