দক্ষিণ বাঁকুড়া বিশিষ্ট সমাজসেবী স্বর্গীয় রমেশচন্দ্র বিশ্বাসের মৃত্যু দিবস পালন।
সাধন মন্ডল বাঁকুড়া:—স্বর্গীয় রমেশ চন্দ্র বিশ্বাস এর ৪৩ তম প্রয়াণ দিব স দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হল আজ রাইপুর থানাগড়া বাজারে এখানে তার আবক্ষ মূর্তিতে মাল্যদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় মাল্য দান করেন স্মৃতি রক্ষা কমিটির সভাপতি শক্তি কুমার বিশ্বাস সম্পাদক জগবন্ধু মাহাতো সহ রমেশবাবুর পরিবারের সদস্য সদস্যাবৃন্দ সহ এলাকার বিশিষ্ট মানুষজন।গরিব কৃষকদের স্বার্থে রাইপুরে সমবায় সমিতি তৈরি করা ,বাঁকুড়া ঝাড়গ্রাম ৯ নম্বর রাজ্য সড়কের উপর কংসাবতী নদীতে গোবিন্দপ্রসাদ সিংহ সেতু নির্মাণ। রাইপুরে শিক্ষা ক্ষেত্রে বিশেষ করে মেয়েদের শিক্ষার প্রসারে রাইপুর উচ্চ বালিকা বিদ্যালয় স্থাপন, দক্ষিণ বাঁকুড়ার অভাবী মানুষদের পাশে থেকে তাদের অন্নদান বস্ত্র দান সহ নানান সমাজ সেবামূলক কাজে তার অগ্রণী ভূমিকা ছিল । এখানে উল্লেখ্য তিনি জাতীয় কংগ্রেসের নেতৃত্ব ছিলেন তিনি শপথ করেছিলেন কংসাবতী নদীর উপর রাইপুরের নিকট সেতু নির্মাণ না হওয়া পর্যন্ত তিনি চুল দাড়ি কাটবেন না অবশেষে ১৯৭৬ সালে ৬ই জুন উদ্বোধন করেন তৎকালীন মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শংকর রায় সাথে ছিলেন মুখ্যমন্ত্রী স্ত্রী মীরা দেবী। তাদের অনুরোধে মঞ্চে তিনি চুল দাড়ি কাটেন। সেদিন তাকে চুলদাড়ি কাটার অবস্থায় দেখে হাজার হাজার মানুষের করতালি উঠেছিল কংসাবতীনদী কুলে।
আজকের স্মৃতিচারণা অনুষ্ঠানে স্মৃতিচারণা করেন জগবন্ধু মাহাতো শক্তি কুমার বিশ্বাস অনিল মাহাতো, কালাচাঁদ দত্ত, ধ্রুবলোচন মন্ডল, তারাপদ মহাপাত্র, তাকে নিয়ে গান রচনা করে সংগীত পরিবেশন করেন বিশিষ্ট শিক্ষক অমিত কুমার জানা ও তাকে নিয়ে কবিতা লেখা পরিবেশন করেন কবি পূর্ণেন্দু মহাপাত্র, বিশ্বজিৎ ঘোষাল প্রমূখ। সমগ্র অনুষ্ঠানটি সুন্দরভাবে সঞ্চালনা করেন অশোক কাহার।
