দর্শকদের নজর কাড়লো পুনশ্চ নৃত্যকলা কেন্দ্রের আয়োজনে ভাবতরঙ্গ- ৩ শাস্ত্রীয় নৃত্য উৎসব
ইন্দ্রজিৎ আইচ,
শাস্ত্রীয় নৃত্যের মাধ্যমে ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যের প্রচার এবং সংস্কার সংরক্ষণ করার উদ্দেশ্যে গত ৯ ই এপ্রিল ২০২৪ মঙ্গলবার সন্ধ্যায় গিরীশ মঞ্চে অনুষ্ঠিত হলো “ভাবতরঙ্গ-৩ শাস্ত্রীয় নৃত্য উৎসব” । এই শাস্ত্রীয় নৃত্যানুষ্ঠান এর আয়োজন করেছিলো “পুনশ্চ নৃত্য কলা কেন্দ্র”। এই উৎসবটির সহযোগিতায় ছিল ইনফোসিস ফাউন্ডেশন (ব্যাঙ্গালুরু), ভারতীয় বিদ্যাভবন, কোলকাতা। উত্তর কোলকাতার এই নামী সংস্থাটি দেশ বিদেশে বহু নৃত্য উৎসবে অংশ নিয়েছে।এইদিন গিরীশ মঞ্চে এই উৎসবে-ভারতনৃত্যম (ভরতনাট্যম- ও নাট্যশাস্ত্র) পরিবেশন করে পুনশ্চ র নৃত্য শিল্পীরা।তাদের প্রথম উপস্থাপনা ছিল ভজন, শ্রী চক্র রাজা সিংহানেশ্বরী,রাগ রাগমালিক, দ্বিতীয়টি ছিল কীর্তনম, স্বাগতম কৃষ্ণা, রাগ মোহনাম, এই দুটি নৃত্য পরিকল্পনায় ছিলেন নন্দিতা ব্যানার্জী।তৃতীয় ও শেষ নিবেদন ছিল তিলানা রাগ মিশ্র শিবরঞ্জনি। নৃত্য পরিকল্পনায় ছিলেন পদ্মবিভূষণ ড : পদ্মা সুব্রামনিয়াম। এই তিনটি নৃত্য পরিবেশিত হয় তাল আদির ওপর।নৃত্যে অংশ গ্রহণ করেন আত্রেয়ী দে, সুলগ্না দে, ঋত্বিকা শীল ,দীপ্তাক্ষ্মী সাহা , দীপশা মন্ডল ও আনন্দিতা দত্ত।পরিচালনায় ছিলেন পুনশ্চ-র কর্ণধার ও নৃত্য শিল্পী নন্দিতা ব্যানার্জী । ওনার পরমগুরু পদ্মবিভূষণ ড: পদ্মা সুব্রামনিয়াম। এইদিন আমন্ত্রিত শিল্পী অর্ণব বন্দ্যোপাধ্যয় (ওড়িষী গ্রুপ-দর্পণী), সৌভিক চক্রবর্তী (গ্রুপ কত্থক), ইভানা সরকার ও অর্পিতা সাহা (দ্বৈত মণিপুরী নৃত্য) এই উৎসবে নৃত্য পরিবেশন করেন। উৎসবের উদ্বোধন করেন ভারতীয় বিদ্যা ভবনের ডিরেক্টর জি ভি সুব্রমণিয়াম এবং বিখ্যাত গৌড়ীয় নৃত্যের প্রবর্তক ড: মহুয়া মুখোপাধ্যায় ও জনপ্রিয় নৃত্যশিল্পী অনিতা মল্লিক। অনুষ্ঠানটির সুচারু সঞ্চালনায় ছিলেন অর্পণ মল্লিক। সমগ্র অনুষ্ঠানটির ভাবনা, পরিকল্পনা এবং পরিচালনায় ছিলেন পুনশ্চ র কর্ণধার নন্দিতা ব্যানার্জী।