দলবদলের সম্ভাবনা উড়ালেন শচীন – কপিল
খায়রুল আনাম, কার্যনির্বাহী সম্পাদক,
চলতি সপ্তাহে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন জিতিন প্রসাদ নামে উত্তরপ্রদেশ এক হেভিওয়েট নেতা। আবার বিজেপি ছেড়ে শুক্রবারই পুরাতন দল তৃণমূলে যোগদান করলেন মুকুল রায়ের মত সর্বভারতীয় নেতা।ঠিক এইরকম পরিস্থিতিতে রাজস্থানের কংগ্রেস নেতা শচীন পাইলট কে ঘিরে উত্তরপ্রদেশের এক বিজেপি নেতা গেরুয়া যোগের সম্ভাবনা প্রবল বলে দাবি করে ছিলেন।তবে আজ সমস্ত জল্পনার জল ঢাললেন শচীন পাইলট। এদিন সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন যে, তিনি কংগ্রেসেরই আছেন। তার পরিবার ২৫ বছর ধরে কংগ্রেসে রয়েছে। তাই দলবদলের সম্ভাবনা নেই।অপরদিকে জাতীয় কংগ্রেস নেতা কপিল সিব্বল জানিয়েছেন – ‘ মরে যাব তবে বিজেপিতে কোনদিন যাবনা’। ওয়াকিবহাল মহল মনে করছে – আগামী ২০২৪ সালের লোকসভার ভোট কে সামনে রেখে দলবদল খেলায় মেতেছে বিজেপি।তবে যেভাবে মুকুল রায়ের মত বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি পদে থেকে তৃণমূলে ফিরলেন, তাতে বিজেপির দুশ্চিন্তা বহুগুণ বেড়ে গেল রাজনীতি মহলে।
