দলবিরোধী পোস্ট দেখতে বিজেপির শৃঙ্খলারক্ষা কমিটি

Spread the love

দলবিরোধী পোস্ট দেখতে বিজেপির শৃঙ্খলারক্ষা কমিটি

মোল্লা জসিমউদ্দিন টিপু,

 
এবার দলবিরোধী পোস্ট দেখতে সোশাল মিডিয়ায় নজরদারি চালাবে রাজ্য বিজেপি। শুধু তাই নয় তিন সদস্যের এক শৃঙ্খলারক্ষা কমিটি গড়া হচ্ছে বলে জানালেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে এই কমিটির গঠনের কথা এবং ভোট পরবর্তী হিংসা নিয়ে রাস্ট্রপতির দরবারে যাওয়ার কথা তিনি জানালেন।এই প্রস্তাবিত শৃঙ্খলা রক্ষা কমিটিতে থাকবেন সুভাষ সরকার, বিশ্বপ্রিয় রায় চৌধুরী এবং রথীন বসু।সম্প্রতি চুঁচড়া – আসানসোলে জেলাস্তরের নেতা কর্মীদের বিক্ষোভের মুখে পড়েছিলেন দিলীপ ঘোষ। তাঁকে নিয়ে নানান বিতর্কিত পোস্ট প্রকাশ্যে আসে সোশাল মিডিয়ায়। এমনকি মুকুল রায়ের ছেলে শুভ্রাংশু রায় দলের সমালোচনা করে পোস্ট করেন। অপরদিকে বিজেপির এক হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে লেফট হন সাংসদ সৌমিত্র খাঁ। এই ধরনের বাতাবরণের মধ্য দিয়ে বিজেপির তরফে শৃঙ্খলা রক্ষা কমিটি গড়ার ঘোষণা হলো। এই কমিটি ফেসবুক, টুইটার সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে নজরদারি চালাবে।যদিও একুশে বিধানসভা নির্বাচনে ফলাফল প্রকাশের পরবর্তীতে বিজেপির নিচুস্তরের কর্মীদের দলের উচ্চ নেতৃত্বের প্রতি সেইরকম আস্থা নেই বলে প্রকাশ। এমনকি বঙ্গ বিজেপির আদি নেতা তথাগত রায় কে দলের বাংলায়  দায়িত্বপ্রাপ্ত গেরুয়া নেতাদের নিয়ে তুমুল সমালোচনা করতে দেখা গেছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *