দলীয় কর্মীদের জনসংযোগের বার্তা ভাতার বিধায়কের

Spread the love

সেখ মিলন (ভাতাড়, পূর্ব বর্ধমান) ভাতার ব্লকে ২২৮টা বুথ আছে এমন কোন বুথ থাকবে না যেখানে তৃণমূল কংগ্রেস পরাজিত হবে। মান গোবিন্দ অধিকারী আগামী দিনে ভাতারের প্রার্থী। মান গোবিন্দ অধিকারী নির্বাচনে যেমন রেকর্ড গড়েছে। পূর্ব বর্ধমান জেলায় রেকর্ড ভোটে আগামী নির্বাচনে জেতাবো এই শপথ নিতে হবে। পূর্ব বর্ধমানের ভাতারের সাহেবগঞ্জ ২ নম্বর অঞ্চলের ওড়গ্ৰাম হাটতালার সভা থেকে দলীয় কর্মীদের এমনই বার্তা দিলেন ভাতার ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বাসুদেব যশ। জানা গেছে, আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই দলীয় সংগঠনকে মজবুত করার লক্ষ্যে মাঠে নেমেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। অন্যান্য জায়গার পাশাপাশি পূর্ব বর্ধমানের ভাতার ব্লকের বিভিন্ন অঞ্চলে চলছে কর্মী বৈঠক। রবিবার ভাতারের ওড়গ্ৰামে কর্মীবৈঠকের আয়োজন করা হয়। এদিন সাহেবগঞ্জ দু’নম্বর অঞ্চলের ১৪ টি বুথ সভাপতিদের কাছ থেকে দলের সাংগঠনিক পরিস্থিতির রিপোর্টে জানতে চান বিধায়ক। বেশ কিছু বুথে কর্মীদের মধ্যে সাংগঠনিক সামঞ্জস্যের অভাব উঠে আসে। বিধায়ক প্রধান ও অঞ্চল সভাপতিকে সমস্যা মেটানোর জন্য কড়া নির্দেশ দেন। উপস্থিত ছিলেন ভাতার বিধানসভার বিধায়ক মানগোবিন্দ অধিকারী, ভাতার ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বাসুদেব যশ , ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অমিত কুমার হুই,সহ সভাপতি সেখ জুলফিকার আলী, পূর্ত কর্মাধ্যক্ষ শেখ শফিকুল আলম, প্রধান প্রদ্যুৎ কুমার পাল, উপপ্রধান ঝর্না প্রামানিক,প্রাক্তন প্রধান বিনয় কুমার ঘোষ, অঞ্চল সভাপতি বাসুদেব রায় সহ কয়েক শো তৃণমূল কর্মী। এদিন বিধায়ক মান গোবিন্দ অধিকারী সাহেবগঞ্জ দু’নম্বর অঞ্চলে আগামী বিধানসভা নির্বাচনের জয়ের ব্যবধান পাঁচ হাজার টার্গেট বেঁধে দেয়। দলীয় কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগের বার্তা দেন বিধায়ক। আগামী নির্বাচনে ভাতার ব্লক থেকে পঞ্চাশ হাজার ভোটে প্রার্থীকে জয়লাভ করাতে হবে এই শপথ নিয়ে কর্মীদের মাঠে নামার বার্তা বিধায়কের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *