দলীয় পতাকা উত্তোলন এবং রোগীদের ফল ও কম্বল বিতরণ কর্মসূচীর মাধ্যমে তৃনমূলের প্রতিষ্ঠা দিবস পালন,খয়রাশোলে
সেখ রিয়াজুদ্দিন বীরভূম
আজ থেকে ২৭ বছর আগে অর্থাৎ ১৯৯৮ সালের ১লা জানুয়ারী আজকের দিনে রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করে তৃনমুল কংগ্রেস। অন্যান্য বছরের ন্যায় যাহা এবছরেও ২৮ তম বর্ষপূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে রাজ্য, জেলা, ব্লক সহ বুথ স্তরীয়গত ভাবে দিনটি পালিত হয়।এদিন খয়রাশোল ব্লক তৃনমুল কংগ্রেসের তরফে এলাকার দশটি অঞ্চল সহ ব্লক তৃনমূলের দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হয়। সাংগঠনিক আলোচনা, দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত দল গঠনের ইতিবৃত্যান্ত তুলে ধরা হয়। জাতীয় কংগ্রেসের থেকে বেরিয়ে এসে তৃনমূল কংগ্রেসের প্রতিষ্ঠা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সিপিআইএম এর বৈজ্ঞানিক পদ্ধতিতে ভোট রিগিং এর বিরুদ্ধে সচিত্র ভোটার পরিচয়পত্র প্রদানের লক্ষ্যে আন্দোলন শুরু করেন। তৎকালীন জাতীয় কংগ্রেস দল সে অর্থে সহযোগিতা করেন নি। যার প্রেক্ষিতে আন্দোলন কে শক্তিশালী করার লক্ষ্যে নতুন দল গঠনের কথা চিন্তা ভাবনা সেই হিসেবে তৃণমূল কংগ্রেসের আত্মপ্রকাশ বলে দলীয় নেতৃবৃন্দের বক্তব্যে উঠে আসে।
দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলনের পর নাকড়াকোন্দা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি থাকা রোগীদের মধ্যে ফলের প্যাকেট ও কম্বল বিতরণ করা হয়। পাশাপাশি দলীয় সমর্থক সহ পথচলতি মানুষজনের মধ্যেও মিষ্টি বিতরণ করা হয়।
উপস্থিত ছিলেন খয়রাশোল ব্লক তৃনমুল কংগ্রেসের কোর কমিটির যুগ্ম আহ্বায়ক শ্যামল কুমার গায়েন ও মৃনালকান্তি ঘোষ এবং দুই সদস্য কাঞ্চন দে ও উজ্জ্বল হক কাদেরী। তাছাড়াও ছিলেন শিক্ষক সেখ জুলফিকার আলী, বড়রা অঞ্চল তৃনমূল সভাপতি সেখ জয়নাল, হজরতপুর অঞ্চল সভাপতি প্রলয় ঘোষ,লোকপুর অঞ্চল সভাপতি দীপক শীল সহ অন্যান্য অঞ্চল সভাপতি, বুথ সভাপতি ও দলীয় কর্মীবৃন্দ। একান্ত সাক্ষাৎকারে আজকের দলীয় কর্মসূচি সম্পর্কে বিস্তারিত বিবরণ দেন খয়রাসোল ব্লক তৃণমূল কংগ্রেস কোর কমিটির যুগ্ম আহ্বায়ক শ্যামল কুমার গায়েন।