দল বিরোধী কাজের জন্য বহিষ্কৃত ভাতারের তৃণমূলের পঞ্চায়েত সদস্য।
সেখ মিলন ( ভাতাড়,পূর্ব বর্ধমান) দল বিরোধী কার্যকলাপের জন্য নির্বাচনী ও দলীয় কর্মসূচি থেকে বহিষ্কৃত করা হল তৃণমূলের নির্বাচিত পঞ্চায়েত সদস্যকে। জানা গেছে পূর্ব বর্ধমানের ভাতার ব্লকের আমারুন দু’নম্বর গ্রাম পঞ্চায়েতের কুবাজপুরের পঞ্চায়েত সদস্য অজিত কুমার ঘোষ। ২০২৩ এর পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের টিকিটে তিনি নির্বাচিত হন। অভিযোগ, বেশ কয়েক মাস ধরে তিনি দলীয় শৃঙ্খলা ভাঙ্গার পাশাপাশি দলবিরোধী কার্যকলাপের সঙ্গে ছিলেন। সূত্র মারফত বিষয়টি ব্লক কমিটির কাছে পৌঁছায়। এরপরই দলীয় স্তরে আলোচনার পর ভাতারের কুবাজপুর গ্রামের তৃণমূলের নির্বাচিত সদস্য অজিত কুমার ঘোষেকে দল বিরোধী কাজের জন্য বহিষ্কৃত করা হয়। সংবাদমাধ্যমে মুখোমুখি হয়ে এ কথা জানান ভাতার ব্লক তৃণমূলের কংগ্রেসের সভাপতি বাসুদেব যশ, তিনি আরোও বলেন দলীয় শৃঙ্খলা ভাঙার পাশাপাশি দলবিরোধী কাজের জন্য আপাতত কুবাজপুর গ্রামের তৃণমূলের নির্বাচিত গ্রাম পঞ্চায়েত সদস্য অজিত কুমার ঘোষকে নির্বাচনী কার্যকলাপ এবং দলীয় কর্মসূচি থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে । আমারুন দু’নম্বর অঞ্চল সভাপতি মারফত এ কথা অজিত ঘোষকে জানানো হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে। পাশাপাশি তিনি আরোও বলেন তৃণমূল কংগ্রেস একটা সুশৃংখল দল। এই দলে কোন নেতাকর্মী যদি এই ধরনের দলবিরোধী কাজের সঙ্গে যুক্ত থাকার বিষয় নজরে আসে তাঁর বিরুদ্ধেও একই সিদ্ধান্ত গৃহীত হবে।