দশ দিন আটক একবছরের শিশু, জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ শিশুকে ফেরালো তার মায়ের কাছে
সেখ রিয়াজুদ্দিন বীরভূম
সাংসারিক জীবন যাপনে ঝগড়া ঝামেলা হয় ঠিক কথা কিন্তু মা- বাবার ঝগড়ার মাঝে নিষ্পাপ নিরিহ এক বছরের শিশুর কি অপরাধ? মায়ের কোল থেকে শিশুকে ছিনিয়ে দশদিন আটকে রাখলো তার বাবা। ঘটনার পরিপ্রেক্ষিতে জানা যায় যে
পারিবারিক কলহের জেরে দশ দিন ধরে বাবার কাছে আটকে থাকা এক বছরের বাচ্চাকে মায়ের কাছে ফেরালো বীরভূম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ । ঘটনাটি বীরভূম জেলার রাজনগরের প্রীতি খাতুন নামের এক গৃহবধূর ক্ষেত্রে ঘটেছে। সেই প্রেক্ষিতে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেন প্রীতি খাতুন যে তার নাবালক এক বছরের শিশু পুত্র কে তার স্বামীর বাড়ীর লোকজন জোর করে আটকে রেখেছে। মাতৃ কোল খালি করে। অভিযোগের ভিত্তিতে বীরভূম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব ও বিচারক নিরুপমা দাস ভৌমিকের নির্দেশ মোতাবেক মহম্মদবাজার থানা পুলিশের সহয়োগিতায় এবং পার্শ্ব আইনী সহায়ক সুমন চক্রবর্তী বন্দী শিশু কে উদ্ধার করে তার মায়ের কাছে ফিরিয়ে দেয়। বীরভূম জেলা আইনি কর্তৃপক্ষের সচিব বলেন, পারিবারিক অশান্তি নিয়ে সমস্যা, যাই হোক সেটা আইন মাফিক ব্যাবস্থা নেওয়া হবে ঠিকই। তাছাড়া এক বছরের বাচ্চা তো মাকে ছেড়ে থাকতে পারবে না। এরূপ অবস্থায় থাকলে শিশুর মানসিক ও শারীরিক ক্ষতি হতে পারে। তাই বাচ্চাকে পুলিশি সহায়তায় মায়ের কাছে ফেরানো হয়েছে। শিশুটি সুস্থ অবস্থায় তার মায়ের কোলে রয়েছে। একান্ত সাক্ষাৎকারে পার্শ্ব আইনি সহায়ক মহিউদ্দীন আহমেদ বলেন পারিবারিক অশান্তি হতেই পারে তারজন্য আইনি ব্যবস্থা রয়েছে। কিন্তু এভাবে শিশুকে আটকে রাখা ঠিক নয়।তাই বাচ্চার যেন কোনো অসুবিধা না হয় এবং মায়ের কোলে ফিরতে পারে ।অভিযোগ পাওয়া মাত্রই তড়িঘড়ি জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের নির্দেশে মহম্মদবাজার থানা পুলিশের সহযোগিতায় এরূপ দ্রুত পদক্ষেপ। অন্যদিকে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব ও বিচারক নিরুপমা দাস ভৌমিক ও শোনালেন একবছরের শিশুকে দশদিন ধরে মা ছাড়া অবস্থায় তার বাবা সহ পরিবারের সদস্যদের হাতে আটকে থাখার কথা।