কোলকাতা প্রেসক্লাব আয়োজিত হলো প্রদীপ বিশ্বাসের নতুন বাংলা সিনেমা (দহণ বেলার ডোম) ট্রেলার লঞ্চ হল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিউজিক ডাইরেক্টর অশোক ভদ্র ও জয়ন্ত দে, প্রোডিউসার চিত্রা মজুমদার ও মধুমিতা বিশ্বাস,কাহিনী ও চিত্রনাট্য প্রদীপ বিশ্বাস, বাংলা সিনেমার কলাকুশলিরা আরও অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
‘দহন বেলার ডোম’ সিনেমার ট্রেলার লঞ্চ
![](https://banglarkhoborakhobor.com/wp-content/uploads/2023/01/IMG-20230124-WA0075.jpg)