দামোদর নদীতে তলিয়ে গেল দুই পড়ুয়া

Spread the love

দামোদর নদীতে তলিয়ে গেল দুই পড়ুয়া

রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, আসানসোল, পশ্চিম বর্ধমান -:

    বারবার ঘটছে দুর্ঘটনা। তারপরও নুন্যতম সচেতনতা দেখা যাচ্ছেনা। এবার নদীর পাড়ে থাকা অন্যান্যদের নিষেধ অমান্য করে দামোদর নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেলো বার্ণপুরের রহমতনগরের আসরফিয়া মাদ্রাসার দুই পড়ুয়া তনবীর আলম ও মহ: রাকিব। প্রথম জনের বাড়ি আসানসোলের রেলপার ও অপরজন বার্ণপুরের বাসিন্দা। ঘটনাটি আসানসোলের ডিসেরগড়ে 

এলাকার।

    স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, সংশ্লিষ্ট মাদ্রাসার বেশ কয়েকজন ছাত্র ডিসেরগড়ে মাজার শরিফে আসে। নিষেধ অমান্য করে ওই দু'জন স্নান করতে নেমে নদীতে তলিয়ে যায়। নদীর পাড়ে থাকা বন্ধুদের চিৎকার শুনে আশেপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে তাদের উদ্ধার করার চেষ্টা করেও ব্যর্থ হয়। খবর দেওয়া হয় স্থানীয় থানায়। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে কুলটি থানা ও শাকতোড়িয়া ফাঁড়ির পুলিশ সহ জেলার বিশেষ উদ্ধারকারী দল। শেষ খবর পাওয়া পর্যন্ত জানা যাচ্ছে তলিয়ে যাওয়া ছাত্র দুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। এই মর্মান্তিক ঘটনায় দুই পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *