আমিরুল ইসলাম,
দিগনগর সার্বজনীন দুর্গা পুজোর আজ উদ্বোধন করলেন এস, বি , এস, টির চেয়ারম্যান সুভাষ মন্ডল।
পূর্ব বর্ধমান জেলার দিগনগর সর্বজনীন দুর্গা পুজোর শুভ উদ্বোধন হলো আজ উদ্বোধন করলেন রামকৃষ্ণ আশ্রমের স্বামীজি ও এস,বি,এস,টি,সির চেয়ারম্যান সুভাষ মন্ডল।
২০১৮ সাল থেকে এই দুর্গাপুজো কমিটি দুর্গাপুজো করে আসছেন নিজেদের উদ্যোগে।
করনা পরিস্থিতিতে দু’বছর বন্ধ ছিল এই পুজো কমিটির পুজো।
প্রতিদিন নানানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে এই কমিটি।
এই পুজো কমিটির সচিব শুভেন্দু ঘোষ জানান যে, আমরা এলাকার মানুষের সহযোগিতায় এই পুজো করে থাকি।
এবার সরকারের আর্থিক সাহায্য পেয়েছে আমাদের ক্লাব।