দিগম্বর জৈন তীর্থক্ষেত্র কমিটির নীরব প্রতিবাদ

Spread the love

দিগম্বর জৈন তীর্থক্ষেত্র কমিটির নীরব প্রতিবাদ

সম্প্রীতি মোল্লা,

গত শুক্রবার বিকেলে কলকাতা প্রেসক্লাবে নীরব শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশের ঘোষনা করেছে শ্রী বেঙ্গল বিহার ওড়িশা দিগম্বর জৈন তীর্থক্ষেত্র কমিটি এবং অল জৈন সমাজ কলকাতা।আজ অর্থাৎ শনিবার দুপুর ১২টায় জৈন সম্প্রদায়ের সদস্যরা প্রায় ৪০০० জন লোক নিয়ে একটি নীরব, শান্তিপূর্ণ

করে ।।২/৮/২০১৯ তারিখের গেজেট নোটিফিকেশন ‘এস,ও, ২৭৯৫(ই) ‘ এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এই সমাবেশ অনুষ্ঠিত

হয়,যা কেন্দ্ৰীয় সরকারের পরিবেশ,বন ও জলবায়ু মন্ত্রক দ্বারা জারি করা হয়েছিল।যা সবচেয়ে পবিত্র শ্রী সামেদ শিখরজি পাহাড়কে পূজার স্থানের পরিবর্তে একটি পর্যটন স্থান হিসেবে ঘোষনা করেছে। জৈন সম্প্রদায়ের কাছে যা গ্রহণযোগ্য নয়। সম্মেলনের সভাপতি শ্রী ভাগচাঁদ কাসলিওয়াল সমাবেশ বলেন, শিখরজি পাহাড় জৈন সম্প্রদায়ের জন্য পবিত্র স্থান, ২০ জন তীর্থঙ্কর নির্বাণ লাভ করেছিল। সরকারি এই প্রঞ্জাপন আমাদের পবিত্রতা ও মর্যাদা বিনষ্ট করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *