দিল্লির এই হাসপাতালে বলতে হবে হিন্দি/ইংরেজি, না হলে শাস্তি!
খায়রুল আনাম, ৬ জুন,
দেশের রাজধানী দিল্লিতে নানা জাতি, নানা ধর্মের মানুষের বসবাস। ভাষাটাও স্বতন্ত্র রয়েছে।তারই মাঝে বিশেষত মারণ ভাইরাস করোনা আবহে দিল্লির গোবিন্দ বল্লভ পন্থ হাসপাতাল কর্তৃপক্ষ সম্প্রতি এক নির্দেশিকা জারি করেছে।সেখানে বলা হয়েছে – ‘এই হাসপাতালের অভ্যন্তরে হিন্দি কিংবা ইংরেজি ছাড়া অন্য কোন ভাষায় কথা বললে কড়া শাস্তির মুখে পড়তে হবে ‘। এহেন নির্দেশিকার পক্ষে যুক্তি হিসাবে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে – অন্য ভাষায় কথা বললে রোগী এবং রোগীর পরিবারের অসুবিধা হয়। সম্প্রতি এই হাসপাতালের কয়েকজন নার্স মালয়ালাম ভাষায় কথা বলেছিল। এই ঘটনার পরিপেক্ষিতে এই নির্দেশিকা। দিল্লির এই হাসপাতালের এই ভাষাগত ফরমান কে মাতৃভাষার উপর আক্রমণ বলে অভিযোগ তুলেছে রাহুল গান্ধী – শশী থারুর মত রাজনৈতিক নেতারা
দিল্লির এই হাসপাতালে বলতে হবে হিন্দি/ইংরেজি, নাহলে শাস্তি
![](https://banglarkhoborakhobor.com/wp-content/uploads/2021/03/বাংলার-খবরাখবর-20210316_224536.jpg)