দিল্লি কান্ডে ‘সারা বাংলা আইনজীবী ঐক্য মঞ্চে’র স্মারকলিপি

Spread the love

দিল্লি আদালত কান্ডে শিক্ষা নিয়ে রাজ্যের আদালতে নিরাপত্তা দাবিতে স্মারকলিপি 

মোল্লা জসিমউদ্দিন,


গত ২৪/০৯/২০২১ তারিখ দিল্লীর রোহিনী আদালতের ভিতর দুষ্কৃতীদের বর্বরোচিত গুলি চালিয়ে আদালতের কাজে বাধাদান ও আইনজীবীদের সুরক্ষার দাবিতে গত শুক্রবার দুপুরে  ‘সারা বাংলা আইনজীবী ঐক্য মঞ্চ’ এর তরফে কলকাতার  সিটি সিভিল কোর্ট চত্বরে শান্তিপূর্ণভাবে জমায়েত করে  ‘পশ্চিমবঙ্গ বার কাউন্সিল’ অফিসে স্মারকলিপি জমা দেওয়া হয়। উক্ত কর্মসূচিতে  নেতৃত্ব দেন  সংগঠনের সভাপতি শ্রী সঞ্জয় কুমার দাস সহ বিভিন্ন কোর্টের আইনজীবীরা।যে বিষয়ের উপর স্মারকলিপি প্রদান করা হয় সেগুলো হল:–(১) রোহিণী আদালতের ভিতরে দুষ্কৃতী তাণ্ডবের ঘটনার প্রতিবাদ, (২) পশ্চিমবঙ্গের বিভিন্ন কোর্টে  আইনজীবীদের সুরক্ষার বিষয়টি নিশ্চিত করা, (৩) করোনা কালে আইনজীবীদের পেশাগত আর্থিক ক্ষতিপূরণ এর পরিমাণ বৃদ্ধি এবং (৪) ক্ষতিপূরণ পাওয়ার জন্য পশ্চিমবঙ্গ বার কাউন্সিল এর ঘোষণা অনুসারে ই ফর্মের এর সরলীকরণ ।বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গলের তরফে ভাইস চেয়ারম্যান সির্দ্ধাথ মুখোপাধ্যায় জানান – ” আমরা স্মারকলিপি টি পেয়েছি, পরে আমরা এই বিষয়ে কার্যনির্বাহী কমিটির মধ্যে আলোচনা করবো দাবিদাওয়া নিয়ে”।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *