দুই ভিনদেশী আটক স্বরুপনগরে

Spread the love

সৈয়দ রেজওয়ানুল হাবিব,

২০১৮ সালে প্রতিবেশির সাথে মারামারি করার ঘটনায় অভিযুক্ত সাহানাপ গাজী নামে এক যুবককে পুলিশ গ্রেপ্তার করে৷জামিন পাওয়ার পর পুনারায় আদালতে হাজির না হওয়ার আদালত তাকে গ্রেপ্তার এর নির্দেশ দেয়।এই নির্দেশ পেয়ে স্বরূপনগর থানার পুলিশ গতকাল রাত্রে তারালি থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে।অন্য দিকে সুপ্রিয় বিশ্বকর্মা ও রুহিত হোসেন নামে ২ অভিযুক্তকে।কৈজুরী সিমান্তে অবৈধভাবে এদেশে প্রবেশ করার সময় BSFতাদের কে আটক করে স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেয়।আজ সকালে একই সাথে স্বরূপনগর থানার পুলিশ তাদের কে গ্রেপ্তার করে বসিরহাট মহকুমা আদালতে পাঠায়৷পুলিশ সূত্রে জানা যায় ধৃতরা একজনের বাড়ী সাতক্ষিরা জেলায় অন্যজনের বাড়ী নেপালে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *