দুগ্ধ উৎপাদনে স্বনির্ভরতার লক্ষ্যে সারেঙ্গা পঞ্চায়েত সমিতি:
——–সাধন মন্ডল বাঁকুড়া:—-পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের প্রাণী সম্পদ বিভাগের উদ্যোগে সারেঙ্গা পঞ্চায়েত সমিতির সহযোগিতায় সারেঙ্গা ব্লক অফিস প্রাঙ্গনে আজ মঙ্গলবার সারেঙ্গা পঞ্চায়েত সমিতি এলাকার ত্রিশ জন উপভোক্তার হাতে তাদের আর্থিক উন্নয়ন ঘটাতে ও এলাকার দুগ্ধ উৎপাদনে স্বনির্ভর করতে বকনা বাছুর (গাভী) তুলে দেওয়া হল। আগামী দিনে আরো ২৪ জন উপভোক্তার হাতে বকনাবাছুর তুলে দেওয়া হবে বলে জানালেন সারেঙ্গা পঞ্চায়েত সমিতির প্রাণী সম্পদ বিভাগের কর্মাধ্যক্ষ অজিত দাস ধীবর। তিনি আরো বলেন আমাদের ব্লক এলাকায় বেশ কিছু দুগ্ধ সমবায় সমিতি রয়েছে যেখানে দুধ বিক্রি করে গ্রামের মানুষজন ভালো লাভ পাচ্ছেন। তাই এলাকার মানুষের আর্থিক উন্নয়ন ঘটাতে পশ্চিমবঙ্গ সরকার যেমন বিভিন্ন জনমুখী প্রকল্প গুলি বাস্তবায়িত করে চলেছেন তার মধ্যে অন্যতম হলো প্রাণী পালন। সারেঙ্গা এলাকায় বনভূমি রয়েছে অনেকটা অংশ জুড়ে তাই প্রাণী পালনে উৎসাহিত করতে সারেঙ্গা ব্লক প্রশাসনের পক্ষ থেকে প্রাণিসম্পদ বিভাগের সহযোগিতায়এই কর্মসূচি নেওয়া হয়েছে । আজকের গাভি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সারেঙ্গার বিডিও তমাল কান্তি সরকার, সারেঙ্গা পঞ্চায়েত সমিতির সভাপতি মৌসুমী সিংহ মহাপাত্র , সারেঙ্গা পঞ্চায়েত সমিতির বনও ভূমি কর্মাধ্যক্ষ শেখর রাউত ,সারেঙ্গা ব্লক প্রাণী সম্পদ আধিকারিক ডা: অরিজিৎ বসু পানি ,সম্পদ আধিকারিক ডা:অর্পিতা বেরা, ডা:মৃন্ময় নাথ সহ ব্লক এলাকার দুগ্ধ সমবায় সমিতির উপভোক্তারা।