দুবরাজপুর গভর্নমেন্ট আই,টি,আই কলেজে 2024′-জমজমাট সংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো কলেজ চত্বরে, মেতে উঠলেন পড়ুয়ারা।

Spread the love


দুবরাজপুর গভর্নমেন্ট আই,টি,আই কলেজে 2024′-জমজমাট সংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো কলেজ চত্বরে, মেতে উঠলেন পড়ুয়ারা।

দুবরাজপুর গভর্নমেন্ট আই,টি,আই কলেজে আজ অনুষ্ঠিত হলো 2024′ এর বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কলেজের প্রিন্সিপাল সাগর বক্সী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের ইনচার্জ, ইলামবাজার গভর্নমেন্ট আইটিআই কলেজের প্রিন্সিপাল নিতু বকশি, খয়রাশোল government আই,টি,আইয়ের প্রিন্সিপাল অভিনন্দন বাসু, এছাড়াও উপস্থিত ছিলেন দুবরাজপুর থানার ওসি ।

এই অনুষ্ঠানে ছেলেদের স্কিল কম্পিটিশন, টেকনিক্যাল ফেস্ট ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কলেজের ছাত্রছাত্রীরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করছে। এছাড়াও নামিদামি কিছু শিল্পীকেও আমন্ত্রণ জানানো হয়েছে।

দুবরাজপুর গভর্নমেন্ট আই,টি,আই কলেজ শুরু হয় ২০১৮ সালে এরপর প্রতিবছরই বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন কলেজ কর্তৃপক্ষ।
বর্তমানে কলেজের ছাত্র-ছাত্রীর সংখ্যা ৩১২ জন শিক্ষক-শিক্ষিকা রয়েছে 25 জন।

এই কলেজে টেলারিং এর মাধ্যমে অনেক মহিলাকে স্বনির্ভর করা হয়েছে।

কলেজের প্রিন্সিপাল সাগর বক্সী জানান, “আমাদের এই কলেজ বিগত ৭ বছর ধরে বিভিন্ন বিভাগে টেকনিক্যাল শিক্ষা দিয়ে আসছি। আমাদের এই কলেজে ছাত্রছাত্রীর উপস্থিতি হার খুবই উল্লেখযোগ্য। এবং এখানকার শিক্ষক-শিক্ষিকা অতি যত্ন সহকারে ছাত্রদের বিভিন্ন কাজে উৎসাহিত করে এবং প্র্যাকটিক্যাল কাজ শেখান।”

এই সাংস্কৃতিক অনুষ্ঠানে পড়ুয়ার মেতে উঠে আনন্দে।

দুবরাজপুর থেকে আমিরুল ইসলামের রিপোর্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *