সেখ নিজাম আলম,
; পশ্চিম বর্ধমান জেলার দূর্গাপুরে অবহেলিত মীরাবাঈ এর আবক্ষ মূর্তি টি।দূর্গাপুরে মীরাবাঈ -এর মূ্র্তি বহুদিন ধরে রাস্তার মাঝে ছিল। ঐ মূর্তি রাস্তায় মাঝে থাকায় প্রত্যেক মানুষের নজরে পড়তে বাধ্য হোত। কারণ মূর্তির বাম ও ডান পাশ দিয়ে যানবাহন অতিক্রম করতে হত।রাস্তার মাঝে দখল করে এই মূর্তিটি থাকায় অনেকটা ক্ষতি হচ্ছিল বলে বর্তমান প্রশাসকমহলের বোধগম্য হওয়ায়,তা সরানো হয় রাস্তার একপাশে। ফলে অনেকের নজরের বাইরে মীরাবাঈ – এর মূর্তিটি।বর্তমানে এমনই অবহেলা যে মূর্তিটি গাছের লতাপাতায় ঢেকে যাওয়ার উপক্রম। দেখার কেউ নেই। ঢেকে যাওয়া গাছপালা কাটার কেউ নেই। দীর্ঘদিনের ঐতিহ্যপূর্ণ মীরাবাঈ-এর মূর্তিটির যাতে অবহেলার দৃষ্টিতে না দেখা হয়,তারজন্য সাধারণ মানুষ চান – প্রশাসন যেন বিষয়টি গুরুত্ব দিয়ে নজর দেন।