দুর্গাপুরে আয়োজিত হলো ‘বিবেক উৎসব’

Spread the love

দুর্গাপুরে আয়োজিত হলো ‘বিবেক উৎসব’

জ্যোতি প্রকাশ মুখার্জ্জী

 আন্তরিকতার সঙ্গে দুর্গাপুরের বুকে মনীষীদের জন্ম বা মৃত্যু দিন পালনে যে ক'টি সংস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে তাদের অন্যতম হলো 'আন্তরিক' সাহিত্য পত্রিকা গোষ্ঠী।

সংস্থাটির উদ্যোগে ১২ ই জানুয়ারি    দুর্গাপুরের অরভিল পার্কের 'আপনজন' মঞ্চে যথাযোগ্য মর্যাদা সহকারে ও নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের ১৬২ তম জন্মদিবস উপলক্ষ্যে 'বিবেক উৎসব'   পালিত হয়।  

 অনুষ্ঠানের শুরুতে মঞ্চে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরা স্বামীজীর প্রতিকৃতিতে মাল্যদান এবং সাধারণ মানুষ পুষ্পার্ঘ্য প্রদান করে তার প্রতি সম্মান প্রদর্শন করেন।  

 প্রদীপ প্রজ্বলিত করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন সাহিত্যিক কালীপ্রসাদ দত্ত। তার দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন অন্যান্যরা।

অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় শিল্পীরা সংগীত পরিবেশন ও আবৃত্তি পাঠ করেন। প্রবীণরা স্বামীজীর বর্ণময় নাতিদীর্ঘ জীবনের নানা দিক তুলে ধরেন। তাদের বক্তব্যে উঠে আসে স্বামীজী সম্পর্কে অনেক অজানা তথ্য।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাহিত্যিক কালীপ্রসাদ দত্ত, কবি স্নেহাশিস মুখোপাধ্যায়, শিবদাস রুদ্র, তরুণ সাহা,  অর্চনা সিংহরায়, গৌতম দাস, রণজিৎ সিং যাদব, শুভ্রা পাল, শিশু শিল্পী সায়ন ঘোষ প্রমুখ।

‘আন্তরিক’ পত্রিকার সম্পাদিকা অন্তরা সিংহরায় বললেন – ছয় বছর ধরে আমরা ‘বিবেক উৎসব’ পালন করে চলেছি। আমাদের লক্ষ্য এই উৎসবের মাধ্যমে স্বামীজীর আদর্শ ও বাণী দুর্গাপুরের বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *