ঋতুপর্ণা সরকার
করোনার আবহে, “, কন্টাক্ট ফ্রি ” স্বাস্থ্য পরিষেবা শুরু করল দুর্গাপুরের খ্যাতনামা একটি আই টি সংস্থা l দুর্গাপুরের সিটি সেন্টারে “বৈদ্য প্রো ” নামে পরিষেবা টির আনুষ্ঠানিক উদবোধন করেন বাঁকুড়ার সাংসদ ড: সুভাষ সরকার l এই অনুষ্ঠানে দুর্গাপুরের বিশিষ্ট চিকিৎসক অরুনাংশু গাঙ্গুলী উপস্থিত ছিলেন l আই গ্লোবাল ইমপ্যাক্ট আইটিস্ প্রাইভেট লিমিটেড সঙ্গস্থার কর্ণধার রিতেশ দ্বিবেদী জানান কভিড আবহে রোগীরা সরাসরি হাসপাতালে না এসেও চিকিৎসকের সঙ্গে ভিডিও কনফারেন্স এর মাধম্যে কথা বলে পরিষেবার সুবিধা নিতে পারবেন l পরবর্তী পর্যায়ে অন কল পরিষেবার ক্ষেত্রে সংস্থা অনান্য পরীক্ষাগুলি রোগীর বাড়ি গিয়ে করে আসবে l ড: সুভাষ সরকার জানান আজকের যুগে এই ধরণের পরিষেবা জরুরী হয়ে উঠেছে l চিকিৎসক অরুনাংশু গাঙ্গুলী জানান, অনেকে ক্ষেত্রে রোগীরা নানা কারণে হাসপাতালে না এসেও এই ধরণের প্রাথমিক চিকিৎসা পরিষেবা পেলে রোগী দের অনেকটাই সুবিধা হয় l তবে জরুরি ক্ষেত্রে রোগীদের সামনাসামনি বসিয়ে কথা বলে চিকিৎসা করা অনেক বেশি ফলপ্রসূ l