ওয়ার্ল্ড ক্যারাটে ফেডারেশনের রেফারি হানসি প্রেমজিত সেনের তত্ত্বাবধানে এবং দুর্গাপুর সেইসিনকাই ক্যারাটে এসোসিয়েশনের পরিচালনায় “সেইসিনকাই ওপেন সাউথ বেঙ্গল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ ইন্ডিপেন্ডেস কাপ ২০২৫” গত ১৭ই আগস্ট, ২০২৫ তারিখে দুর্গাপুরের সিধু কানহু ইনডোর স্টেডিয়ামে আয়োজিত হল। এই প্রতিযোগীতায় বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং হাওড়া জেলার মোট প্রায় ৬০০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। দ্য মার্শাল আর্টস একাডেমি সেইসিনকাই বর্ধমানের প্রধান প্রশিক্ষক রেনসি দেবাশীষ কুমার মন্ডল জানিয়েছেন যে এই প্রতিযোগিতায় সংস্থা থেকে মোট ১৪ জন ক্যারাটেকা অংশগ্রহণ করে এবং মোট ২২ টি পদক (৯ টি সোনা, ৯ টি রুপো এবং ৪ টি ব্রোন্জ) জয়লাভ করে।
উল্লেখ্য, বৈদ্যুতি মন্ডল ও অন্বয় খাঁ দুটি করে সোনা এবং শ্রেয়সী ঘোষ, চন্দ্রিমা চক্তবর্তী, স্নেহাশ্রী দাস, মেঘনা রয় এবং অর্পা সিং একটি করে সোনা জয়লাভ করেছে। বর্ধমানের ক্যারাটে খেলোয়াড়দের এই সাফল্যে সকলে খুব খুশি।
দুর্গাপুরে ক্যারাটে প্রতিযোগিতা
