ঐশিক সেন,
; শুক্রবার দুপুরে দুর্গাপুর স্টিল প্ল্যান্টের নগর প্রশাসন ভবনের সামনে প্রতিবাদ সভা করে এক শ্রমিক সংগঠন । ডিআইকেএস প্রতিনিধি দল চিফ জেনারেল ম্যানেজারের সাথে দেখা করে একটি স্মারকলিপি জমা দেয়। স্মারকলিপি টিতে অনেক সমস্যার ব্যবস্থাপনা সম্পর্কে অবহিত করে এবং সমাধানের দাবি জানিয়েছে এই সংগঠন টি । প্রতিনিধিরা ডিএসপির বর্তমান ও প্রাক্তন কর্মীদের লাইসেন্সের ভিত্তিতে কোয়ার্টার দেওয়ার ডিমান্ড করেন। বিভিন্ন রাস্তাঘাট মেরামত ও রক্ষণাবেক্ষণের দাবি করা হয়েছে।কোয়ার্টারের যথাযথ রক্ষণাবেক্ষণ করতে হবে। শহরের স্ট্রিট লাইটের অবস্থার উন্নতি করতে হবে। মূল হাসপাতালে অবস্থিত নার্সিং স্কুলের দায়িত্ত্ব ডিএসপি কে নিতে হবে।এর ফলে দুর্নীতি দমন হবে এবং ডিএসপির আয় বৃদ্ধি পাবে। ডিএসপি জমি তে নির্মিত সকল বিদ্যালয়ে ডিএসপি কর্মীদের বাচ্চাদের ফি অর্ধেক করতে হবে। কমপক্ষে ৩০% আসন ডি এস পি কর্মীদের বাচ্চা দের জন্য সংরক্ষিত করতে হবে। ডিএসপি টাউনশিপের বিভিন্ন এনজিও এবং সমিতির নামে বেশ কয়েকটি কোয়ার্টের হস্তক্ষেপ করা হয়েছে। এগুলিকে ভাড়া দিয়ে ডিএসপি কে প্রতারণা করা হচ্ছে বলে অভিযোগ । এই কোয়ার্টারগুলিকে তাত্ক্ষণিক দখলমুক্ত করতে হবে। প্রধান মহা প্রবন্ধক সকল সমস্যা ও দাবির বিষয়ে দ্রুত এবং যথাযথ সিদ্ধান্ত নেওয়ার আশ্বাস দেন বলে জানা গেছে ।