ঐশিক সেন,
এবার দুর্গাপুর শিল্পাঞ্চলের মুকুটে নতুন সংযোজন বাড়ির পোষ্যেদের জন্য অত্যাধুনিক চিকিৎসালয়।শিল্পাঞ্চল দুর্গাপুরের প্রতি দশটি বাড়ির মধ্যে দুটি বাড়িতে গৃহপালিত পোষ্য রয়েছে। ওই সব পোষ্যদের পেছনে প্রতি মাসে একটি মোটা অংকের টাকা খরচা করতে হয় পশুপ্রেমীদের। পোষ্য ও মানুষের প্রেমের এই মায়াজালে মাত্র কয়েক বছরই গৃহপালিত পোষ্য গুলি পারিবারিক সদস্যের রূপ নেয়। দুর্গাপুর শিল্পাঞ্চলের পশুপ্রেমীদের জন্য এখন একটা পোষ্যদের অত্যাধুনিক চিকিৎসালয়ের প্রয়োজন হয়ে পড়েছে। তাই দুর্গাপুরে দরকার একটি অত্যাধুনিক পোষ্যদের চিকিৎসালয়। ৫ই জানুয়ারি দুর্গাপুর শিল্পাঞ্চলের প্রাণকেন্দ্র সিটি সেন্টার এর অভিজাত এলাকা বেঙ্গল অম্বুজার, ২৮ নম্বর বাড়িতে শুরু হল “মেট্রোপলিটন ভেটেনারি অ্যাডভান্স ক্লিনিক”। ব্রহ্মাণ্ডের ‘পঞ্চতন্ত্রের ন্যায়’ পাঁচ উদ্যমী হৃদয় এই সংস্থাটির কর্ণধার বলে জানা গেছে। আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন শিল্পাঞ্চল তথা রাজ্যের নামকরা একাধিক ব্যক্তিত্বরা। বিখ্যাত বাংলা চিত্র অভিনেতা আবির চ্যাটার্জী এই অ্যাডভান্স ক্লিনিকটির শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অভিনেতা ছাড়াও আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান, কবি দত্ত, অ্যাডিশনাল ডাইরেক্টর জেনারাল অফ পুলিশ, অজয় কুমার নান্দ, দুর্গাপুর তথা দেশের নামকরা শিক্ষা প্রতিষ্ঠান ডিএভি মডেল স্কুলের প্রিন্সিপাল পাপিয়া মুখার্জি, শ্রী ফারাহাত আব্বাস, ডি আই জি সহ একগুচ্ছ বিশিষ্ট ব্যক্তিত্ব আমন্ত্রিত ছিলেন l