দুর্গাপুরে সাড়ম্বরে প্রকাশিত হলো শতদল সাহিত্য পত্রিকার শারদীয়া সংখ্যা ২০২৩

Spread the love

দুর্গাপুরে সাড়ম্বরে প্রকাশিত হলো শতদল সাহিত্য পত্রিকার শারদীয়া সংখ্যা ২০২৩


অন্তরা সিংহরায়

“ শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি ”
দুর্গাপুরের বিধাননগরের সাংস্কৃতিক মঞ্চে কবি শিপ্রা ব্যানার্জ্জী সম্পাদিত শতদল পত্রিকার শারদীয়া সংখ্যা ২০২৩ প্রকাশিত হলো সাড়ম্বরে । পত্রিকা প্রকাশ ,আলোচনা , আগমনী অনুষ্ঠানের মধ্য দিয়ে চার ঘন্টা ব্যাপী অনুষ্ঠানটি চলে । প্রায় একশো কবি ,সাহিত্যিক ও শিল্পীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্হিত ছিলেন
শ্রী গোপাল আচার্য্য , ডঃ বাসুদেব হাজরা, দিলীপ অগস্তী , সৌম্যশংকর বন্দোপাধ্যায় ,
সৃজিৎ মুখার্জি ,ডাঃ মানবেন্দ্র চক্রবর্তী, ডাঃ নির্মলেন্দু দে ,তরুণ সাহা , উমা শংকর সেন,লাকী চট্টরাজ , শুভ্রা পাল ,মিঠু চক্রবর্তী ,অর্চনা সিংহরায় প্রমুখ সমাজের সম্মানীয় ব্যক্তিরা।দাদাগিরিতে বিজয়ী শিশু শিল্পী প্রাঞ্জলের অনুষ্ঠান দর্শকদের মনোগ্রাহী হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কবি অন্তরা সিংহরায় ও শিল্পী চন্দ্রা পাঁজা ।
সম্পাদিকা শিপ্রা ব্যানার্জ্জী প্রায় একশো জন কবি ,সাহিত্যিক ও শিল্পীদের উওরীয় ,চন্দনের ফোঁটা , মেমেন্ট ,ব্যাচ ও বই দিয়ে অনুষ্ঠান মঞ্চে সম্মানিত করেন । সাহিত্য ও সংস্কৃতির জগতে তাঁর এই উদ্যোগকে অনেকে সাধুবাদ জানিয়েছেন ।বর্তমানে বাংলার সাহিত্য ও সংস্কৃতির জগতকে কুলুষিত করছে বেশ কিছু অসৎ ব্যক্তিরা ,যারা ভবিষ্যতের সাহিত্য জগতকে একটি খারাপ বার্তা প্রদান করছে । অর্থের বিনিময়ে মঞ্চে সম্মান বিক্রির এক কুপ্রথা ব্যাপক ভাবে জনপ্রিয় হয়ে উঠেছে । তার ফলে সম্মান ক্রেতা অযোগ্য ব্যক্তিদের ভিড়ে প্রতিভাবান কবি সাহিত্যিকরা তাদের যোগ্য সম্মান পাচ্ছেন না । সেই জায়গায় দাঁড়িয়ে সম্পাদিকা শিপ্রা ব্যানার্জ্জী ব্যক্তিগত উদ্যোগে কবি ও সাহিত্যিকদের সম্মানিত ও অনুপ্রাণিত করে এক দৃষ্টান্ত স্থাপন করলেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *