দুর্গাপূজার অনুদান নিয়ে ফের ডিভিশন বেঞ্চে মামলা, চলতি সপ্তাহে শুনানি 

Spread the love

দুর্গাপূজার অনুদান নিয়ে ফের ডিভিশন বেঞ্চে মামলা, চলতি সপ্তাহে শুনানি 

মোল্লা জসিমউদ্দিন, 

ফের দুর্গাপুজোর অনুদানকে চ্যালেঞ্জ জানিয়ে  কলকাতা হাইকোর্টে মামলা। দ্রুত শুনানির আবেদন জানিয়ে  কলকাতা হাইকোর্টের বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ আইনজীবী শামিম আহমেদের। চলতি সপ্তাহেই শুনানির সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে । যদিও এই একই ইস্যুতে আগেও একটি মামলা দায়ের হয়। সেই মামলায় হাইকোর্ট আগেই অন্তর্বর্তী নির্দেশ দিলেও মামলা এখনও জারি রয়েছে।তাই নতুন মামলার সঙ্গে সেই মামলারও শুনানির সম্ভাবনা রয়েছে।পুজোর অনুদান নিয়ে মামলা হয়েছে আগেও। সেই ঘোষণার এক সপ্তাহ কাটতে না কাটতেই দুর্গাপুজোর অনুদান নিয়ে মামলা হয় কলকাতা হাইকোর্টে। নতুন করে আবেদন দাখিল করেন দুর্গাপুরের বাসিন্দা সৌরভ দত্ত। সোমবার ফের একটি মামলা দায়ের হল।এবারে দুর্গাপুজো  পিছু অনুদানের অঙ্ক ২৫ হাজার টাকা করে বাড়িয়ে ১ লাখ ১০ হাজার টাকা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তা, কলকাতা পুলিশের শীর্ষ আধিকারিক এবং ‘ফোরাম ফর দুর্গোৎসব’ সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখানেই পুজো কমিটিগুলোকে এ বছর ১ লক্ষ ১০ হাজার টাকা করে অনুদান দেওয়ার কথা ঘোষণা করা হয়। আগামী ৫ অক্টোবর দুর্গাপুজো কার্নিভাল অনুষ্ঠান করা হবে। এছাড়াও বিদ্যুতের বিলে ৮০ শতাংশ ছাড় এবং ফায়ার লাইসেন্স-সহ অন্যান্য সরকারি ফি মকুব করা হচ্ছে। গত ২০১৮ সাল থেকে রাজ্যের পুজো কমিটিগুলোকে আর্থিক অনুদান দেওয়া শুরু করে রাজ্য সরকার। প্রথম বছর ১০ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছিল। ২০১৯ সালে সেটাকে একধাক্কায় বাড়িয়ে ২৫ হাজার টাকা করা হয়। এর পরে সেই অনুদানের পরিমাণ প্রতি বছরেই বাড়তে থাকে। সর্বশেষ গত বছর জুলাইয়ে পুজো কমিটিগুলোকে অনুদান বাড়িয়ে ৮৫ হাজার টাকা করার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।গত বছরেই মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছিলেন, আগামী বছর থেকে পুজো কমিটিগুলোকে এক লক্ষ টাকা করে অনুদান দেওয়া হবে। কিন্তু বাস্তবে দেখা যায়, এক লক্ষ নয় বরং ১ লক্ষ ১০ হাজার টাকা করে অনুদান দেওয়া হচ্ছে।চলতি সপ্তাহে এই মামলার শুনানি হতে পারে বলে জানা গেছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *