দুর্গাপূজা কমিটি গুলোকে সরকারি অনুদান প্রদান,খয়রাশোলে

Spread the love

দুর্গাপূজা কমিটি গুলোকে সরকারি অনুদান প্রদান,খয়রাশোলে

সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- কিছুদিন পরেই অনুষ্ঠিত হবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। ইতিমধ্যেই দূর্গা পূজার মন্ডপ, প্রতিমা সহ সমস্ত কিছু সরঞ্জাম তৈরির পথে।ইতিপূর্বে মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী দূর্গাপূজা কমিটিগুলোকে গতবারের থেকে অনুদানের পরিমাণ বাড়িয়ে করা হয়েছে ৮৫ হাজার টাকা। সেই প্রেক্ষিতে কমিটিগুলো আরো উজ্জীবিত হয়ে ওঠে এবং নানান ধরনের পরিকল্পনা ও গ্রহণ করেন বলে জানা যায়। সরকার ঘোষিত টাকা প্রদানের জন্য থানায় থানায় কমিটিগুলোর হাতে চেক প্রদান শুরু হয়েছে। সেরূপ সোমবার খয়রাশোল পঞ্চায়েত সমিতির সভাকক্ষে খয়রাশোল থানা এলাকার ৩৬ টি দুর্গাপূজা কমিটির হাতে চেক তুলে দেওয়া হয়। দুর্গাপূজা উপলক্ষে সরকারি যে সমস্ত বিধি নিষেধ রয়েছে সেগুলি প্রশাসনিকভাবে আলোকপাত করা হয়। যেমন ডিজে বক্স বাজানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ। মদ খেয়ে কেউ যেন মাতলামি বা বিশৃঙ্খলা না করে তা তদারকি করা। প্রতিটা মণ্ডপে স্বেচ্ছাসেবক রাখা এবং তাদের হাতে দায়িত্ব অর্পণ করা।সেই সাথে দমকল বিভাগ, ইলেকট্রিক সহ অন্যান্য বিভাগের ছাড়পত্র নেওয়া। বিদ্যুৎ সংযোগের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা সহ বিভিন্ন দিক সম্পর্কে আলোকপাত করা হয়। এদিনের আলোচনা সভায় উপস্থিত ছিলেন খয়রাশোল ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক ড. সৌমেন্দু গাঙ্গুলী,ডি এস পি ক্রাইম পথিক রায়, খয়রাসোল থানার ও সি সেখ কাবুল আলি,এস আই শান্তনু কুমার মন্ডল,খয়রাশোল পঞ্চায়েত সমিতির সভাপতি অসীমা ধীবর,বিশিষ্ট সমাজসেবী শ্যামল কুমার গায়েন,কাঞ্চন দে,সেখ জয়নাল,ভূপেন ঘোষ,সত্যম গোপ ও পুজো কমিটির সদস্যগণ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *