দুর্গোৎসবের সূচনা পর্বে বীরভূম জেলা পুলিশের রক্তদান শিবির
সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- শুধু শান্তি শৃঙ্খলা বজায় রাখার মধ্যে সীমাবদ্ধ নয়, মানুষের আনন্দঘন মুহুর্ত যেন নিরানন্দে পরিনত না হয় সেদিকেও সচেষ্ট বীরভূম জেলা পুলিশ।তারই নিদর্শন দেখা গেল বাঙালির শ্রেষ্ঠ উৎসব,আনন্দ উৎসব, দুর্গোৎসবের সূচনা পর্ব মহালয়ার দিন। আগামী কয়েক দিন হয়তো মানুষজন উৎসবের আনন্দে মেতে থাকবে।ঠিক তখনই হয়তো জেলার ব্লাড ব্যাংক গুলিতে রক্তের সংকট দেখা দিতে পারে।সেইসমস্ত কথা মাথায় রেখে জেলায় রক্তের সংকট মোচনে এগিয়ে এলো বীরভূম জেলা পুলিশ l পূজোর প্রাক্কালে রক্ত ভান্ডার পূর্ণ করার উদ্দেশ্যেই মূলতঃ মহালয়ার দিন বুধবার ইলামবাজার থানার উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয় l অতিরিক্ত পুলিশ সুপার রানা মুখার্জী এবং ইলামবাজার থানার আধিকারিক দেবাশীষ পন্ডিত স্বেচ্ছায় রক্তদান করে শিবিরের সূচনা হয়।শিবিরে মোট ৬১ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। রক্ত সংগ্রহ করে বোলপুর সাব ডিভিশন ব্লাড সেন্টার l অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার বোলপুর রানা মুখার্জী,সাব ডিভিশন পুলিশ আধিকারিক রিকি আগ্রোয়াল , ইলামবাজার থানার ওসি দেবাশীষ পন্ডিত, ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার্স সোসাইটি সহ-সভাপতি ও বীরভূম ভলান্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের জেলা সম্পাদক নুরুল হক প্রমুখ ।এদিনের শিবির প্রসঙ্গে নূরুল হক বলেন ,”উৎসবে অর্ঘ্য হোক রক্তদান”। পূজো প্রাক্কালে এই শিবির থেকে সংগৃহিত রক্ত পুজোচলাকালীন রক্তের যোগান দেবে। পুলিসের এরূপ চিন্তাধারাকে স্যালুট জানাই l