দুশমনি সাম্রাজ্য

Spread the love

শিরোনাম –দুশমনি সাম্রাজ্য


বিভাগ –গদ্য কবিতা
কলমে–নির্মল কুমার প্রধান
তারিখ –১০/১০/২০২৪

তালের সাম্রাজ্য মানে
মাথা উঁচু তালের সারি এদিক ওদিক
নীচে তার বেচারা তৃণ- লতারা ধূলো মাখে
শিশির পৌঁছোয় না , আলো গলি পথে চলে যায়
বড় ধূসর- ঠান্ডা পরিবেশ হাঁ ক’রে থাকে।

আমি- তুমি -সে তৃণ স্তরের বাসিন্দা
একদিন তালগাছকে রাজা – মন্ত্রী করেছিলাম
ও বেশ দল পাকিয়েছে , স্বজন গুছিয়েছে
পরোয়া না ক’রে বেপরোয়া হ’য়ে
ইচ্ছে- খুশির শাসন চালাচ্ছে বেদুইন বর্গীদের মতো।

এখন উপায় — সংগ্রাম , জেহাদ ঘোষণা
পিরামিডের ভূমিতে থাকা অসংখ্য তৃণ আমরা
দলবদ্ধ হ’লে পিরামিড শীর্ষ ভেঙে পড়বে
শাসন-শোষণ একেবারে ভোঁতা হ’য়ে মুখ থুবড়ে পড়বে
এসো আমরা বজ্রমুষ্ঠি উঁচাই , কন্ঠে ঐকতান ধরি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *