দুস্থদের পাশে দাঁড়ালেন শিক্ষিকা সোমা চৌনি।
সাধন মন্ডল বাঁকুড়া:-
সাঁইবাবার মহা প্রয়াণ দিবসে তাঁকে শ্রদ্ধা জানিয়ে ও নিজের জন্মদিন উপলক্ষ্যে বিগত বছর গুলির মতো এবারও অসহায় ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়ালেন শিক্ষিকা সোমা চৌনী। বাঁকুড়া শহরের বাসিন্দা সোমা ইতিমধ্যে শ্রীমদ্ভগবদগীতার বঙ্গানুবাদক হিসেবে জনমানসে ব্যাপক পরিচিতি লাভ করেছেন।
সোমা গত দু'দিন ধরে তার ব্যক্তিগত উদ্যোগে বাঁকুড়া শহরের ভৈরবস্থান কালী মন্দির ও শহর সংলগ্ন এক্তেশ্বর শিব মন্দিরে গিয়ে সেখানে উপস্থিত অসহায় দুঃস্থ মানুষের হাতে নতুন পোশাক তুলে দেন। এই প্রসঙ্গে শিক্ষিকা সোমা চৌনী বলেন আমি সাঁইবাবার পরম ভক্ত বাবাকে আমি বড়বাবা হিসেবে মানি। সাঁইবাবা কে আমি ঈশ্বর মনে করি।তাই তার প্রয়াণ দিবসটি আমি এভাবেই পালন করতে চাই। অসহায় মানুষদের পাশে থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি। যাদের আছে তারা যদি তাদের সঞ্চিত অর্থের সামান্য টুকু দিয়ে অসহায় দুঃস্থ মানুষদের পাশে দাঁড়ান তাহলে সমাজের অনেকটা মঙ্গল হয়। উৎসবের মরশুমে নতুন পোশাক পেয়ে খুশী সংশ্লিষ্ট সকলেই। এভাবে তাঁদের পাশে দাঁড়ানোয় তাঁরা সকলেই তাকে প্রাণভরে আশীর্বাদ করেছেন।
